peace

Peaceful Home: বাস্তুসুখ উপভোগ করতে কী মেনে চলবেন, জানাচ্ছে জ্যোতিষ

সাধারণ কিছু নিয়মের খেয়াল রাখলেই বজায় থাকবে বাস্তুসুখ।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ০৯:১০
সামান্য কিছু বিষয় মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি।

সামান্য কিছু বিষয় মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি। ছবি- সংগৃহীত

বাস্তু সুখ আমরা সকলেই কামনা করি, কিন্তু সামান্য কিছু ভুলের জন্য বাস্তু সুখ হইতে বঞ্চিত হই। সামান্য কিছু বিষয় মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি।

বাস্তু সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ মেনে চললে খুব সহজেই বাস্তু সুখ উপভোগ করতে পারি।

Advertisement

১) দক্ষিণ দিকের দেওয়ালে আয়না বা দেওয়াল ঘড়ি ঝোলানো ঠিক নয়। দেওয়াল ঘড়ি বা আয়না ঝোলানো উচিত পূর্ব অথবা উত্তরের দেওয়ালে।

২) গৃহের প্রধান দ্বার (দরজা) দক্ষিণ দিকে হলে প্রবেশপথের সামনে গণেশজি বা হনুমানজির মূর্তি কিংবা ছবি রাখা উচিত। যাতে গৃহে প্রবেশ কালে মূর্তি বা ছবি নজরে আসে।

৩) গৃহের দ্বারের (দরজার) সংখ্যা যুগ্ম হলে তা শুভ।

৪) গৃহের প্রধান দ্বার (দরজা) দুই পাল্লা যুক্ত এবং ভিতরের দিকে খোলা হলে শুভ। সম্ভব না হলে অর্থাৎ, এক পাল্লা হলে অবশ্যই তা ঘড়ির কাঁটার দিকে খুলতে হবে।

৫) দরজা নিজের থেকে বন্ধ হলে বা খুলে গেলে তা অশুভ।

৬) গৃহের সিঁড়ির সংখ্যা অযুগ্ম এবং সিঁড়ির বাঁক ঘরির কাঁটার দিকে হলে হলে শুভ।

৭) স্বাস্তিকা বাস্তুযন্ত্র গৃহে স্থাপন করলে বাস্তু দোষ দূর হয়।

Advertisement
আরও পড়ুন