Sandal Wood

Sandalwood magical powers: শুধু রূপচর্চা নয়, শাস্ত্র মতে চন্দন ব্যবহার করলে অনেক মুশকিল আসান সম্ভব, বলছে জ্যোতিষ

জীবনের নানা দৈনিক সমস্যার সমাধান করতে পারেন চন্দন। জেনে নিন কী করে।

Advertisement
 শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ০৯:১০
চন্দন দিয়ে করা এমন কিছু টোটকা রয়েছে যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

চন্দন দিয়ে করা এমন কিছু টোটকা রয়েছে যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে। ছবি- সংগৃহীত

আমাদের দৈনন্দিন জীবনে আমারা কখনও সুখ ও কখনও দুঃখ নিয়েই চলি। আর দুঃখ মানেই জীবনে সমস্যা বৃদ্ধি। কিন্তু সমস্যা ছাড়া জীবন পাওয়াও তো মুশকিল। জীবন থেকে এই সকল সমস্যা দূর করতে আমরা বহু চেষ্টা করি। জ্যোতিষ শাস্ত্র মতে চন্দন দিয়ে করা এমন কিছু টোটকা রয়েছে যা আমাদের জীবনের নানা সমস্যার সমাধান করে দিতে পারে।

জেনে নিই সেগুলি কী—

Advertisement

১) ব্যবসায় যদি খুব বেশি বাধা আসতে থাকে, তা হলে লাল চন্দনের সঙ্গে হলুদ এবং গঙ্গাজল মিশিয়ে বাড়ির প্রবেশদ্বারে ও ঘরের চৌকাঠে ছিটিয়ে দিন।

২) নানা সমস্যার সমাধান করতে, চন্দন গাছের শিকড়ে হলুদ চাল ও গঙ্গাজল অর্পন করুন, তার পর সেই গাছে ধূপ দ্বীপ দেখান।

৩) আটকে থাকা পাওনা আদায় করতে, বৃহস্পতিবার লাল চন্দন, লাল গোলাপ এবং রোলী একসঙ্গে মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দিন, তার পরের দিন সেই জিনিস গুলো টাকা রাখার জায়গায় রেখে দিন।

৪) পর পর ৪১ দিন লাল চন্দনের শিকড় স্নানের জলে দিয়ে স্নান করলে শনিদেব খুবই সন্তুষ্ট হন এবং যদি জন্মছকে শনির খারাপ অবস্থা থাকে তাও ধীরে ধীরে কেটে যায়।

৫) অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নীচে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং সেই স্থানে বসেই লাল চন্দনের মালা জপ করুন, ১০৮ বার।

৬) সন্তানের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করতে, সাদা চন্দন, কিছুটা কেশর ও হলুদ রঙের ফুল দিয়ে দেবী সরস্বতীর পুজো করতে হবে।

৭) ঘরের বাস্তু দোষ দূর করতে, লাল চন্দনের গুঁড়ো, অশ্বগন্ধা ও কর্পূর একসঙ্গে ঘরের ভেতর জ্বালুন, এতে অনেকাংশে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যাবে।

আরও পড়ুন
Advertisement