2025 Horoscope

ভাগ্যের হাল ফেরাতে নতুন বছরে রাশি অনুযায়ী কী কী দান করতে পারেন?

জীবনের পথ যদি আরও সুন্দর করতে চান, তা হলে জ্যোতিষীর মতানুসারে কিছু উপায় পালন করতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে, এই নতুন বছরে রাশি অনুযায়ী কয়েকটা জিনিস দান করলে শুভ ফল পাওয়া যাবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫ ০৮:০২
According to zodiac signs, things to donate in new year 2025 for betterment of luck

—প্রতীকী ছবি।

২০২৫ সালে একাধিক গ্রহের স্থান পরিবর্তন হওয়ার ফলে এই বছরটা বিশেষ হতে চলেছে। সব মানুষের জীবনে গ্রহের কিছু না কিছু ভাল এবং খারাপ, উভয় প্রভাবই পড়তে চলেছে। নতুন বছরে কোন রাশির জীবন কেমন কাটবে তা নিয়ে আগেই বলা হয়েছে। জীবনের পথ যদি আরও সুন্দর করতে চান, তা হলে জ্যোতিষীর মতানুসারে কিছু উপায় পালন করতে পারেন। এই উপায়গুলি আপনাকে সারা বছর ভাল থাকতে সাহায্য করবে। জ্যোতিষশাস্ত্র মতে, এই নতুন বছরে রাশি অনুযায়ী কয়েকটা জিনিস দান করলে শুভ ফল পাওয়া যাবে।

Advertisement

দেখে নেব রাশি অনুযায়ী কী কী দান করতে হবে:

মেষ– নতুন বছরে মেষ রাশির জাতক-জাতিকারা প্রতি মঙ্গলবার করে মুসুর ডাল এবং গুড় দান করুন।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকারা প্রতি শুক্রবার সাদা যে কোনও জিনিস বা সাদা বস্ত্র দান করুন।

মিথুন– নতুন বছর ভাল কাটাতে মিথুন রাশির জাতক-জাতিকারা যে কোনও মন্দিরে সবুজ বস্ত্র দান করুন। এ ছাড়া পাখিকে সবুজ দানা খাওয়ান।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিরা চাল এবং দুধ অথবা দুগ্ধজাত খাবার দান করুন।

সিংহ– ২০২৫-এ সিংহ রাশির জাতক-জাতিকারা গম অথবা গমের তৈরি রুটি এবং গুড় দান করুন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা দরিদ্র ব্যক্তিকে তাঁর প্রয়োজন মতো যে কোনও জিনিস দান করুন। এ ছাড়া গরুকে সবুজ শাকপাতা খাওয়ান।

তুলা– নতুন বছরে তুলা রাশির জাতক-জাতিকারা সাদা বস্ত্র বা রূপার তৈরি যে কোনও ছোট জিনিস দান করুন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিরা দুর্গা মন্দিরে লাল ফুল অর্পণ করুন। সম্ভব হলে লাল বস্ত্রও দান করতে পারেন।

ধনু– নতুন বছরে ধনু রাশির জাতক-জাতিকারা বাচ্চাদের হলুদ রঙের যে কোনও জিনিস দান করুন। এ ছাড়া নিজের গুরুকেও নিজের পছন্দমতো কিছু দিতে পারেন।

মকর– প্রতি শনিবার করে মকর রাশির ব্যক্তিরা কালো কুকুরকে অথবা কাককে খাবার খাওয়ান।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা প্রতি শনিবার গ্রহরাজের মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালুন।

মীন– প্রতি বৃহস্পতিবার মীন রাশির জাতক-জাতিকারা হলুদ রঙের মিষ্টি দান করুন।

Advertisement
আরও পড়ুন