—প্রতীকী ছবি।
জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অবস্থানের পরিবর্তন এবং ফল দানের উপর ভিত্তি করে তাদের দু’টি শ্রেণিতে ভাগ করা হয়, দ্রুত গতির গ্রহ এবং ধীর গতির গ্রহ। দ্রুত গতির গ্রহগুলি হল চন্দ্র, বুধ, রবি, শুক্র এবং মঙ্গল। অন্য দিকে বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি হল ধীর গতির গ্রহ। ২০২৫ সালে শনি গ্রহের ফল সম্পর্কিত বিষয়ে জানার জন্য সেই গ্রহের অবস্থান ও গতি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন।
২০২৫ সালের শুরুতে শনি নিজক্ষেত্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। ২৯ মার্চ ২০২৫, ভারতীয় সময় রাত ৯টা ৪৫ মিনিটে রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে। ১৩ জুলাই ২০২৫, গতি পরিবর্তন করে বক্র গতি ধারণ করবে। ২৮ নভেম্বর ২০২৫ পুনরায় সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হয়ে বছরের শেষ দিন পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে।
দেখে নিন কোন রাশির উপর শনির কেমন প্রভাব থাকবে:
মেষ- মার্চ মাস পর্যন্ত মেষ রাশির একাদশে অবস্থান করবে শনি। আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান থাকায় মেষ রাশির ক্ষেত্রে আয়ের ব্যাপারে শুভ ফল দান করবে। ধর্মীয় স্থানে ভ্রমণ, ধর্মীয় পুস্তক পাঠ ইত্যাদি করলে শুভ ফল পাবেন। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত দ্বাদশ অর্থাৎ ব্যয় ক্ষেত্রে অবস্থান করবে। ব্যয় ক্ষেত্রে অশুভ গ্রহের অবস্থান ভালই বলা যায়।
বৃষ- মার্চ মাস পর্যন্ত বৃষ রাশির দশমে অবস্থান করবে শনি। বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতি শনি। দশমে সাধারণত শনি ভাল ফল দান করে না। কিন্ত দশম ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান করায় শনি এই ক্ষেত্রে ভাল ফল দান করবে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পাবে। গৃহসুখ এবং দাম্পত্যসুখের ক্ষেত্রে প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত একাদশ অর্থাৎ আয়ক্ষেত্রে অবস্থান করার ফলে শুভ ফল পাবেন।
মিথুন- নতুন বছরের মার্চ মাস পর্যন্ত মিথুন রাশির নবমে অবস্থান করবে শনি। মিথুন রাশির তৃতীয় এবং ষষ্ঠ স্থানের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করবে শনি। এর ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত দশমে, অর্থাৎ কর্মক্ষেত্রে অবস্থান করবে। দশমে শনি শুভ ফল দান করে না, সতর্ক থাকতে হবে।
কর্কট- মার্চ মাস পর্যন্ত কর্কট রাশির অষ্টমে অবস্থান করবে শনি। কর্মক্ষেত্রে, আর্থিকক্ষেত্রে এবং সন্তান সংক্রান্ত বিষয়ে প্রভাব দান করবে। উল্লিখিত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত নবমে, অর্থাৎ ভাগ্যক্ষেত্রে অবস্থান করবে শনি। নবমেও শনি খুব শুভ ফল দান করে না, সতর্ক থাকতে হবে।
সিংহ- নতুন বছরের মার্চ মাস পর্যন্ত সিংহ রাশির সপ্তমে অবস্থান করবে শনি। শারীরিক ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। গৃহসুখ, মা এবং মাতৃস্থানীয় সম্পর্কের উপর প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত অষ্টমে অবস্থান করবে। অষ্টমে শনি শুভ ফল দান করে না। সতর্ক থাকা জরুরি।
কন্যা- মার্চ মাস পর্যন্ত কন্যা রাশির ষষ্ঠে অবস্থান করবে শনি। কন্যা রাশির ক্ষেত্রে শুভ ফল দান করবে শনি। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত সপ্তমে অবস্থান করবে। সপ্তমে শনি দাম্পত্য, ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক ইত্যাদি বিষয়ে সচেতন থাকা জরুরি।
তুলা- নতুন বছরের মার্চ মাস পর্যন্ত তুলা রাশির পঞ্চমে অবস্থান করবে শনি। আয়, সন্তান এবং দাম্পত্যসুখের ক্ষেত্রে প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত ষষ্ঠে অবস্থান করবে। শনির ষষ্ঠে অবস্থান শুভ।
বৃশ্চিক- মার্চ মাস পর্যন্ত বৃশ্চিক রাশির চতুর্থে অবস্থান করবে শনি। শরীর-স্বাস্থ্য, গৃহসুখ, মাতৃসুখ এবং কর্ম সংক্রান্ত বিষয়ের উপর প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত পঞ্চমে অবস্থান করবে। পঞ্চমে শনি শুভ ফল দান করে না। সচেতনতা অবলম্বন জরুরি।
ধনু- নতুন বছরের মার্চ মাস পর্যন্ত ধনু রাশির তৃতীয়ে অবস্থান করবে শনি। পরাক্রম বৃদ্ধি পেলেও সন্তান এবং উচ্চশিক্ষার উপর প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত চতুর্থে অবস্থান করবে। গৃহ এবং মাতৃসুখের উপর প্রভাব পরবে, সচেতনতা অবলম্বন জরুরি।
মকর- মার্চ মাস পর্যন্ত মকর রাশির দ্বিতীয়ে অবস্থান করবে শনি। গৃহসুখ, মাতৃসুখ, এবং আয়ের উপর প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত তৃতীয়ে অবস্থান করবে। এর ফলে পরাক্রম এবং আত্মবিশ্বাস বৃদ্ধি হবে।
কুম্ভ- নতুন বছরের মার্চ মাস পর্যন্ত কুম্ভ রাশির প্রথম স্থানে অবস্থান করবে শনি। পরাক্রম, আত্মবিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাম্পত্যসুখ এবং কর্মক্ষেত্রে প্রভাব দান করবে। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত দ্বিতীয় স্থানে অবস্থান করবে। দ্বিতীয় স্থানে শনি শুভ ফল দান করে না।
মীন- মার্চ মাস পর্যন্ত মীন রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবে শনি। ব্যয় স্থানে শনির অবস্থান শুভ। এপ্রিল থেকে বছরের শেষ দিন পর্যন্ত প্রথম স্থানে অবস্থান করবে। শুভ ফল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
জন্ম সময়ে গ্রহের শুভ বা অশুভ অবস্থান এবং দশার উপর ফলের পরিবর্তন হতে পারে।