Astrological Tips

সকালে ঘুম থেকে উঠে কোন কাজগুলো কখনওই করবেন না? দেখে নিন

বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের নিত্য প্রয়োজনীয় এমন কিছু জিনিস রয়েছে যে সব জিনিস সকালে ঘুম থেকে উঠেই দেখতে নেই বা করতে নেই।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ২০:০৩
Things not to do after waking up in the morning

—প্রতীকী ছবি।

মানুষের জীবনের কোন দিন কী ভাবে কাটবে তা আমরা আগে থেকে কেউই বলতে পারি না। ভাল-মন্দ মিশ্রিত আমাদের জীবন, কোনও দিন ভাল কাটে আবার কোনও দিন মন্দও কাটে। তবে মনে করা হয় যে সকাল যদি মধুর হয় তবে সারা দিন হয় খুব সুন্দর। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের নিত্য প্রয়োজনীয় এমন কিছু জিনিস রয়েছে যে সব জিনিস সকালে ঘুম থেকে উঠেই দেখতে নেই বা করতে নেই।

Advertisement

সারা দিন ভাল কাটাতে সকালে কোন জিনিসগুলো দেখা ও করা যাবে না

১) প্রথমেই বলব সকালে ঘুম থেকে উঠেই ঠাকুর-দেবতার দর্শন করা আবশ্যক। এর ফলে সারা দিন অত্যন্ত শুভ হয় এবং মনও খুব ভাল থাকে।

২) সকালে উঠেই ঝাঁটা দেখতে নেই। ঝাঁটা এমন স্থানে রাখতে হয় যে যেন সকালে উঠেই না চোখে পড়ে।

৩) খালি জলের যে কোনও পাত্র সকালে উঠেই দেখতে নেই, এর ফলে জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি পায়।

৪) সকালে উঠেই ফ্রেশ হওয়ার আগে পর্যন্ত খুব জরুরি না থাকলে কারও সঙ্গেই খুব একটা কথা বলতে নেই।

৫) সকালে উঠেই নেতিবাচক কোনও ছবি দেখতে নেই।

৬) ঘুম থেকে উঠেই নিজের মুখ আয়নায় দেখতে নেই।

৭) সকালে ঘুম থেকে উঠেই কিছু খাবার খাওয়া না পর্যন্ত কখনও ভিক্ষা দিতে নেই।

৮) সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে প্রথমেই মোবাইল ফোনের ব্যবহার করা অত্যন্ত খারাপ।

৯) সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি।

Advertisement
আরও পড়ুন