Auspicious days in Kartik 2024

কার্তিক মাসে বিয়ে করা কি অশুভ? এই মাসে সাধ খাওয়ার কোনও শুভ দিন রয়েছে?

শাস্ত্রমতে বিয়ের মাস, অর্থাৎ কোন মাসে বিয়ে হচ্ছে সেটি নির্ণয় করা জরুরি। কারণ, ভিন্ন মাসে বিয়ের ভিন্ন ফল পাওয়া যায়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ০৬:৫০
Marriage and baby shower dates for Bengali month kartik

—প্রতীকী ছবি।

সুখী দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই বিয়ের আগে বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়। বিচার্য বিভিন্ন বিষয়ের মধ্যে বিয়ের শুভ দিন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে বিয়ের মাস, অর্থাৎ কোন মাসে বিয়ে হচ্ছে সেটি নির্ণয় করা জরুরি। কারণ, ভিন্ন মাসে বিয়ের ভিন্ন ফল পাওয়া যায়। কোনও কোনও মাসে বিয়ে করলে সমস্যা থাকতে পারে, কিন্তু জরুরি কারণে সুতহিবুক যোগে সেই মাসগুলিতেও বিয়ে দেওয়া যেতে পারে। কার্তিক মাসে বিয়ে করলে শুভ ফলপ্রাপ্তির উল্লেখ না থাকার কারণে এই মাসে সাধারণত বিয়ের দিন স্থির করা হয় না। তা সত্ত্বেও জরুরি কারণে সুতহিবুক যোগে এই মাসে বিয়ে করা সম্ভব।

Advertisement

কার্তিক মাসে বিয়ের দিন:

বাংলা– ১১ কার্তিক, ইংরেজি– ২৮ অক্টোবর, সোমবার।

লগ্ন– রাত ৬টা ২ মিনিট গতে ৮টা ১ মিনিটের মধ্যে বৃষ লগ্নে, পুনরায় ১১টা ২১ মিনিট গতে ৪টে ৫০ মিনিটের মধ্যে কর্কট, সিংহ এবং কন্যা লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

বাংলা– ১৯ কার্তিক, ইংরেজি– ৫ নভেম্বর, মঙ্গলবার।

বিয়ে– রাত ১২টা ১৭ মিনিট গতে ৪টে ১৯ মিনিটের মধ্যে সিংহ এবং কন্যা লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

বাংলা– ২২ কার্তিক, ইংরেজি– ৮ নভেম্বর, শুক্রবার।

বিয়ে– রাত ৭ টা ১৭ মিনিটের মধ্যে মেষ এবং বৃষ লগ্নে সুতহিবুক যোগে যজুর্বিবাহ।

কার্তিক গায়েহলুদ ও আইবুড়ো ভাত খাওয়ার শুভ দিন:

বাংলা– ১ কার্তিক, ইংরেজি– ১৮ অক্টোবর, শুক্রবার।

বাংলা– ৪ কার্তিক, ইংরেজি– ২১ অক্টোবর, সোমবার।

বাংলা– ১০ কার্তিক, ইংরেজি– ২৭ অক্টোবর, রবিবার।

বাংলা– ১১ কার্তিক, ইংরেজি– ২৮ অক্টোবর, সোমবার।

বাংলা– ১৩ কার্তিক, ইংরেজি– ৩০ অক্টোবর, বুধবার।

বাংলা– ১৭ কার্তিক, ইংরেজি– ৩ নভেম্বর, রবিবার।

বাংলা– ২০ কার্তিক, ইংরেজি– ৬ নভেম্বর, বুধবার।

বাংলা– ২১ কার্তিক, ইংরেজি– ৭ নভেম্বভর, বৃহস্পতিবার।

বাংলা– ২২ কার্তিক, ৮ নভেম্বর, শুক্রবার।

বাংলা– ২৭ কার্তিক, ইংরেজি – ১৩ নভেম্বর, বুধবার।

বাংলা– ২৮ কার্তিক, ইংরেজি – ১৪ নভেম্বর, বৃহস্পতিবার।

কার্তিক মাসে সাধ খাওয়ার শুভ দিন:

বাংলা– ১৮ কার্তিক, ইংরেজি– ৪ নভেম্বর, সোমবার।

বাংলা– ২২ কার্তিক, ইংরেজি– ৮ নভেম্বর, শুক্রবার।

বাংলা- ২৫ কার্তিক, ইংরেজি– ১১ নভেম্বর, সোমবার

বাংলা– ২৭ কার্তিক, ইংরেজি– ১৩ নভেম্বর, বুধবার।

Advertisement
আরও পড়ুন