Astrological Predictions

রাহুর প্রভাবে কোন রাশির জাতকদের আয় কমে যেতে পারে? ২০২৪ সালে ভাগ্য ফিরবে কাদের?

২০২৪ সালে রাহু কোন রাশির জাতকদের কোন বিষয়ে ফল দান করবে, জেনে নিন। কিছু বিষয়ে আগে থেকেই সতর্ক হোন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ২০:০৭
How will Rahu affect different zodiac signs in 2024.

—প্রতীকী ছবি।

আগামী ২০২৪ রাহু অবস্থান করবে মীন রাশিতে। জ্যোতিষ শাস্ত্রমতে রাহু নিজ অবস্থান হইতে পঞ্চম এবং নবম ক্ষেত্র দৃষ্টি সম্পর্কের কারণে প্রভাবিত করতে পারে এবং সর্বদা বক্রগতির কারণে পূর্ববর্তী রাশিকেও প্রভাবিত করে।

Advertisement

মেষ রাশির দ্বাদশ স্থানে অবস্থান করবে রাহু। মেষ রাশির গৃহসুখ, মাতৃসুখের উপর প্রভাব দান করবে। অর্থ ব্যায়, ব্যায় বৃদ্ধি, আয় হ্রাসের সম্ভাবনা। স্ত্রীর শরীর স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা। শয্যা সুখের উপর কুপ্রভাবের সম্ভাবনা, নিদ্রার সমস্যা।

বৃষ রাশির একাদশে অবস্থান রাহুর। শুভফল প্রাপ্তির সম্ভাবনা। বিভিন্ন দিক হইতে অর্থ আগমন। স্ত্রী, সন্তানের সুস্বাস্থ্যের সম্ভাবনা। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি। বিদেশ বা দূরবর্তী স্থানের সহিত ব্যবসা বাণিজ্যে সফলতা।

মিথুন রাশির দশমে রাহুর অবস্থান। কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টির সম্ভাবনা। কর্মক্ষেত্রের স্থানান্তরের সম্ভাবনা। স্থাবর সম্পত্তির সমস্যার সম্ভাবনা।

কর্কট রাশির নবমে রাহুর অবস্থান। সঞ্চিত অর্থ ব্যায়ের সম্ভাবনা। প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা কম। আত্মীয় বন্ধুর সহিত সম্পর্ক নষ্ট। মনে কুচিন্তা, বিপথে গমনের সম্ভাবনা। সর্বক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি।

সিংহ রাশির অষ্টমে রাহুর অবস্থান। সামান্য বিষয়ে মানসিক উদ্বিগ্নতা বৃদ্ধি। গুপ্ত রোগে আক্রমণের সম্ভাবনা, রোগ নির্ণয়ের সমস্যা। স্থাবর সম্পত্তি হানির সম্ভাবনা। পেশায় সমস্যা সৃষ্টির সম্ভাবনা।

কন্যা রাশির সপ্তম স্থানে অবস্থান রাহুর। আত্মসম্মানহানি, খ্যাতির হানির সম্ভাবনা। সর্বক্ষেত্রে তর্ক করার মানসিকতা বৃদ্ধির কারণে বন্ধু আত্মীয়ের কাছে অসম্মানিত হওয়ার সম্ভাবনা, বিপরীত লিঙ্গের দ্বারা সম্মানহানি। স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি।

তুলা রাশির ষষ্ঠ স্থানে অবস্থান করবে রাহু। বিভিন্ন উৎস থেকে অর্থ আয়। শত্রু জয়, প্রতিযোগিতায় শুভফল প্রাপ্তি। রোগ, শারীরিক সমস্যা থেকে মুক্তি। মানসিক শান্তি এবং আনন্দ লাভ। মানসম্মান বৃদ্ধি।

বৃশ্চিক রাশির পঞ্চমে রাহুর অবস্থান। আর্থিক ক্ষেত্রে অশুভ। আয়ের তুলনায় অহেতুক ব্যায় বৃদ্ধি। সন্তান সংক্রান্ত সমস্যা, মানসিক দ্বিধা। কর্মে ব্যর্থতা অসংলগ্ন চিন্তার কারণে। শারীরিক সমস্যা।

ধনু রাশির চতুর্থে রাহুর অবস্থান। শারীরিক সমস্যা, শত্রু সংক্রান্ত সমস্যা, শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা। গৃহসুখ, মাতৃ সুখের হানি। সচেতনতা অবলম্বন জরুরী গাড়ি চালানোর সময়। বিদ্যা শিক্ষায় বাধা প্রাপ্তি। গৃহ, স্থাবর সম্পত্তির সমস্যা।

মকর রাশির তৃতীয়ে রাহু অবস্থান করবে। সুখ এবং বিলাসিতা বৃদ্ধি। বিভিন্ন উৎস হইতে অর্থ আয়। সাহস, পরাক্রম, আত্ম বিশ্বাস বৃদ্ধি। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা। শত্রু জয়।

কুম্ভ রাশির দ্বিতীয়ে রাহুর অবস্থান। সঠিক সিদ্ধান্তের অভাবে ব্যায় বৃদ্ধি। আয় সংক্রান্ত বিষয়ে সমস্যা, জটিলতা সৃষ্টির সম্ভাবনা। খাদ্যে বিষ ক্রিয়ার সম্ভাবনা। নেশায় আসক্তি বৃদ্ধির সম্ভাবনা। সাহস, আত্ম বিশ্বাস ভঙ্গের সম্ভাবনা। পরিবারের অশান্তির সম্ভাবনা।

মীন রাশিতে অবস্থান রাহুর। শারীরিক সমস্যা, মাথায় আঘাতের সম্ভাবনা, সচেতনতা অবলম্বন জরুরী, বিশেষত উড়ন্ত বস্তুর থেকে। হঠাৎ শারীরিক সমস্যা, কারণ নির্ণয়ে সমস্যা। মানসিক চাপ।

জন্ম কালীন গ্রহের অবস্থান এবং দশার উপর ফলের পরিবর্তন হতে পারে।

Advertisement
আরও পড়ুন