Pregnancy

Pregnancy Tips: গর্ভবতীরা এই টোটকা মানল সন্তান হবে বহু গুণের অধিকারী, বলছে জ্যোতিষ

জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু টোটকা বলা হয়েছে গর্ভবতীদের জন্য। এ সময়ে তা মেনে চলতে পারলে সন্তান হবে বহু গুণের অধিকারী।

Advertisement
শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ০১ অগস্ট ২০২২ ০৮:৪৫
প্রত্যেক গর্ভবতী মহিলাই চান তাঁর হবু সন্তান যেন ১০-এর মধ্যে এক জন হয়।

প্রত্যেক গর্ভবতী মহিলাই চান তাঁর হবু সন্তান যেন ১০-এর মধ্যে এক জন হয়। ছবি- সংগৃহিত

মা হওয়া বহু মহিলার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন। প্রত্যেক গর্ভবতী মহিলাই চান তাঁর হবু সন্তান যেন ১০-এর মধ্যে এক জন হয়। সন্তানের জন্য যা কিছু ভাল, তা-ই করে থাকেন এক জন গর্ভবতী মা। জ্যোতিষ শাস্ত্রে বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে মহিলাদের গর্ভবতী অবস্থার সময়ের, যা মেনে চলতে পারলে সন্তান হবে বহু গুণের অধিকারী।

Advertisement

টোটকা-

১) গর্ভবতী মহিলার ঘরে ময়ূরের পালক রাখা, গর্ভস্থ শিশুর জন্য খুবই মঙ্গলের বলে মানা হয়।

২) গর্ভবতী অবস্থায় যত বেশি সম্ভব হাল্কা রং ব্যবহার করা উচিত।

৩) গর্ভবতী মহিলার ঘরে নাড়ুগোপালের ছবি রাখুন। এই ছবি এমন জায়গায় রাখুন যেন গর্ভবতী মহিলার সব সময়ে চোখে পড়ে।

৪) গর্ভবতী অবস্থায় নিজের কাছে সব সময়ে তামা বা লোহার কোনও জিনিস রাখতে হবে।

৫) স্ত্রীর গর্ভাবস্থায় স্বামী এবং স্ত্রীকে সব সময়ে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাতে হবে।

৬) অবশ্যই খেয়াল রাখতে হবে গর্ভাবস্থায় সন্ধ্যাবেলায় খাবার খাওয়া যাবে না।

৭) গর্ভবতী মহিলা ঘুমানোর সময়ে অবশ্যই চুল বেঁধে নেবেন। এই অবস্থায় চুল খোলা রাখতে নেই।

৮) গর্ভবতী মহিলার ঘরে কোনও প্রকার হিংসাত্মক ছবি রাখা যাবে না।

৯) গর্ভাবস্থায় প্রতিদিন একটু করে ঈশ্বরের বই পড়া উচিত।

১০) যে বিছানায় গর্ভবতী মহিলা ঘুমান, সেই বিছানার নীচে কোনও আবর্জনা বা ভাঙা জিনিসপত্র রাখা যাবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement