Auspicious days in Kartik 2024

কার্তিক মাসে গৃহপ্রবেশ করবেন ভাবছেন? শুভ দিনগুলি জেনে নিন

কার্তিক মাসে জমি কেনাবেচার শুভ দিনগুলি কবে? গৃহপ্রবেশের শুভ দিন কোনগুলি?

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৬:৫৬
House warming and land buying dates for Bengali month kartik 2024

—প্রতীকী ছবি।

কার্তিক মাসে গৃহপ্রবেশের শুভ দিন:

Advertisement

বাংলা– ১৮ কার্তিক, ইংরেজি– ৪ নভেম্বর, সোমবার।

অমৃতযোগ– সকাল ৭টা ১৬ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৪৪ মিনিট গতে ১০টা ৫৮ মিনিটের মধ্যে।

বাংলা– ২০ কার্তিক, ইংরেজি– ৬ নভেম্বর, বুধবার।

অমৃতযোগ– ভোর ৬টা ৩৩ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৭ মিনিট গতে ৮টা ১ মিনিটের মধ্যে, পুনরায় ১০টা ১৪ মিনিট গতে ১২টা ২৭ মিনিটের মধ্যে।

মাহেন্দ্রযোগ– ভোর ৬টা ৩৩ মিনিট গতে ৭টা ১৭ মিনিটের মধ্যে, পুনরায় দুপুর ১টা ১১ মিনিট গতে ৩টে ২৩ মিনিটের মধ্যে।

বাংলা– ২১ কার্তিক, ইংরেজি– ৭ নভেম্বর, বৃহস্পতিবার।

অমৃতযোগ– সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে, পুনরায় দুপুর ১টা ১১ মিনিট গতে ২টো ২৯ মিনিটের মধ্যে।

বাংলা– ২২ কার্তিক, ইংরেজি– ৮ নভেম্বর, শুক্রবার।

অমৃতযোগ– ভোর ৬টা ৩৩ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৭ মিনিট গতে ৯টা ৩০ মিনিট মধ্যে, পুনরায় ১১টা ৪২ মিনিট গতে ২টো ৩৯ মিনিটের মধ্যে, পুনরায় ৩টে ২৩ মিনিট গতে অস্তাবধি।

বাংলা– ২৩ কার্তিক, ইংরেজি– ৯ নভেম্বর, শনিবার।

অমৃতযোগ– ভোর ৬টা ৩৪ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৮ মিনিট গতে ৯টা ৩০ মিনিটের মধ্যে, পুনরায় ১১টা ৪২ মিনিট গতে ২টো ৩৮ মিনিটের মধ্যে, পুনরায় ৩টে ২২ মিনিট গতে অস্তাবধি।

বাংলা– ২৫ কার্তিক, ইংরেজি– ১১ নভেম্বর, সোমবার।

অমৃতযোগ– সকাল ৭টা ১৮ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৪৬ মিনিট গতে ১০টা ৫৮ মিনিটের মধ্যে।

বাংলা– ২৭ কার্তিক, ইংরেজি– ১৩ নভেম্বর, বুধবার।

অমৃতযোগ– ভোর ৬টা ৩৫ মিনিটের মধ্যে, পুনরায় ৭টা ১৯ মিনিট গতে ৮টা ৩ মিনিটের মধ্যে, পুনরায় ১০টা ১৫ মিনিট গতে ১২টা ২৭ মিনিটের মধ্যে।

মাহেন্দ্রযোগ– ভোর ৬টা ৩৫ মিনিট গতে ৭টা ১৯ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ১০ মিনিট গতে ৩টে ২২ মিনিটের মধ্যে।

বাংলা– ২৮ কার্তিক, ইংরেজি– ১৪ নভেম্বর, বৃহস্পতিবার।

অমৃতযোগ– সকাল ৭টা ১৯ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ১০ মিনিট গতে ২টো ৩৮ মিনিটের মধ্যে।

কার্তিক মাসে জমি কেনাবেচার শুভ দিন:

বাংলা– ২১ কার্তিক, ইংরেজি– ৭ নভেম্বর, বৃহস্পতিবার।

অমৃতযোগ– সকাল ৭টা ১৭ মিনিটের মধ্যে, পুনরায় ১টা ১১ মিনিট গতে ২টো ২৯ মিনিটের মধ্যে।

আরও পড়ুন
Advertisement