Hair cut as per Zodiac Signs

এ বার পুজোয় চুলের সাজ বদলাবেন ভাবছেন? রাশি অনুযায়ী কেশসজ্জা করে দেখুন তো

অনেকেই মনে করেন, পুজোয় নতুন কেশসজ্জা না করলে গোটা সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই নিজেকে সকলের থেকে আলাদা দেখাতে জেনে নিন রাশি অনুযায়ী কে কেমন কেশসজ্জা করবেন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩২
Perfect Hair Style For You In This Durga Puja As Per Zodiac Signs

—প্রতীকী ছবি।

মা দুর্গার মর্ত্যে আগমনের আর বেশি দিন বাকি নেই। তাই প্রায় সকলেই পুজোর পরিকল্পণা শুরু করে দিয়েছেন। কে কেমন সাজবেন, কেমন জামাকাপড় পরবেন বা কোথায় বেড়াতে যাবেন, সবই প্রায় ঠিক করা হয়ে গিয়েছে। কিন্তু এ সবের সঙ্গে চুলের সাজ কেমন হবে সেটাও জরুরী। কারণ অনেকেই মনে করেন, পুজোয় নতুন কেশসজ্জা না করলে গোটা সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই নিজেকে সকলের থেকে আলাদা দেখাতে জেনে নিন রাশি অনুযায়ী কে কেমন কেশসজ্জা করবেন।

Advertisement

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা এ বার পুজোয় স্টেপ কাট করাতে পারেন।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকারা সব সময় চান অন্যদের থেকে একটু আলাদা দেখাতে। তাই এই পুজোয় চুলে বব কাট করিয়ে সকলকে তাক লাগিয়ে দিতে পারেন।

মিথুন– এই বছর পুজোয় মিথুন রাশির মহিলারা বিশেষ কোনও কেশসজ্জা না করে চুলের রোজকার সাধারণ সাজকে বেছে নিলেই ভাল হবে।

কর্কট– অতি পরিচিত ইউ কাটই এই বছর কর্কট রাশির জাতক-জাতিকাদের চুলের জন্য উপযুক্ত সাজ হবে।

সিংহ– সিংহ রাশির ব্যক্তিরা এই বছর পুজোয় চুলে লেয়ার কাট করাতে পারেন। চুলের এই সজ্জা আপনাদের ব্যক্তিত্বের সঙ্গেও ভাল মানাবে।

কন্যা– পুজোয় ছোট চুলের সাজ কন্যা রাশির মহিলাদের জন্য উপযুক্ত হবে।

তুলা– এ বারের পুজোয় তুলা রাশির জাতক-জাতিকারা চুলের জন্য ভি কাট বেছে নিতে পারেন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির মহিলারা চুল লম্বা রেখে তাতে লেয়ার কাটাতে পারেন, ভাল মানাবে।

ধনু– চুলে স্ট্রেটনিং করিয়ে, অর্থাৎ চুল সোজা করে ধনু রাশির ব্যক্তিরা এই বছর অন্য রকম সাজতে পারেন।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা এ বার পুজোয় লম্বা চুল রাখলেই ভাল হবে, তবে লম্বার মধ্যে পছন্দমতো যে কোনও কেশসজ্জা করাতে পারেন।

কুম্ভ– পছন্দ মতো যে কোনও চুলের সাজ কুম্ভ রাশির ব্যক্তিরা এই বছর করতে পারেন। তবে চুল খুলে রাখা এড়িয়ে চলাই ভাল হবে।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই বছর পুজোয় চুল লম্বা রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement