Astrological Tips for Agrahayana 2024

অর্থভাগ্য উন্নত করতে চান? অগ্রহায়ণ মাস জুড়ে নয়টি সহজ টোটকা পালন করুন

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অগ্রহায়ণ মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তাঁর সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ভাল ফল পাওয়া যায়।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১৩:১১
Exercise these ceremonials in Bengali month Agrahayana for upgrading your money luck

—প্রতীকী ছবি।

রবিবার থেকে শুরু হচ্ছে অগ্রহায়ণ মাস। বাংলা ক্যালেন্ডারের আট নম্বর মাস হল এই অগ্রহায়ণ মাস। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই মাসে বিশেষ কয়েকটা পুজো রয়েছে এবং তাঁর সঙ্গে কিছু টোটকাও রয়েছে, যেগুলি নিষ্ঠা সহযোগে পালন করতে পারলে অর্থভাগ্য উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের অন্য ক্ষেত্রেও ভাল ফল পাওয়া যায়।

Advertisement

টোটকা

১) অগ্রহায়ণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতি দিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন। সন্ধ্যাবেলা তুলসীতলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে শ্রীবিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন, সংসারেরও শ্রীবৃদ্ধি হয়।

২) এই মাসের যে কোনও বৃহস্পতিবার বাড়ির উত্তর-পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন।

৩) অগ্রহায়ণ মাসে আপনার ব্যবসা বা চাকরির স্থানে শ্রীবিষ্ণুর ছবি রেখে তাঁর কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন।

৪) অগ্রহায়ণ মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন। এতে সাংসারিক অভাব-অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়।

৫) এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ, কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র দোষ দূর হয়।

৬) যে কোনও বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন। এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে।

৭) অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়।

৮) অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায়-দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো অন্নবস্ত্র দান করুন।

৯) অগ্রহায়ণ মাসে ইতু পুজো করা হয়। এই পুজো কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করে, গোটা অগ্রহায়ণ মাস জুড়েই চলে। ইতু পুজো করলে কেবল ভাগ্যের উন্নতি হয় তা নয়, সাংসারিক মঙ্গল কামনায়ও এই পুজো করা হয়। অবিবাহিত মেয়েরাও এই পুজো করতে পারেন।

আরও পড়ুন
Advertisement