Sandhi Puja 2024

এই বছর অষ্টমী ও নবমী একই দিনে! সন্ধিপুজোর সময় কখন?

অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা পুজোই হল সন্ধিপুজো। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটই হল সন্ধিপুজোর সময়কাল।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১২:৪৪
Date and timing of Sandhi puja 2024

—প্রতীকী ছবি।

দুর্গাপুজোর সময় বা তিথির কথা উঠলে প্রথমেই সকলে জানতে চান সন্ধিপুজোর বিষয়ে। কারণ সন্ধিপুজো দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অংশ। কথায় আছে সন্ধিপুজো সঠিক ভাবে করতে পারলে দুর্গাপুজো সঠিক ভাবে সমাপন হয়। সন্ধিপুজো কী? কেন এটি এত গুরুত্বপূর্ণ?

Advertisement

অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে দেবী দুর্গার আরাধনা পুজোই হল সন্ধিপুজো। অষ্টমী এবং নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধিপুজো হয়। মহাষ্টমীর শেষ ২৪ মিনিট এবং মহানবমীর প্রথম ২৪ মিনিটই হল সন্ধিপুজোর সময়কাল। সন্ধিপুজোয় দেবী দুর্গা পূজিত হন দেবী চামুণ্ডা রূপে। এই পুজোয় দেবীকে ১০৮টি পদ্ম নিবেদন করা হয় এবং ১০৮টি প্রদীপ জ্বালানো হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা– ২৪ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১০ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– সকাল ১২টা ৩৩ মিনিট।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ২৫ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ১১ অক্টোবর, শুক্রবার।

সময়– সকাল ১২টা ৭ মিনিট।

সন্ধিপুজো-

১১ অক্টোবর, ২৫ আশ্বিন, শুক্রবার সকাল ১১টা ৪০ মিনিট গতে সন্ধিপুজো আরম্ভ। ১২টা গতে বলিদান, ১২টা ৩২ মিনিটের মধ্যে সন্ধিপুজো শেষ।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে-

অষ্টমী তিথি আরম্ভ–

বাংলা- ২৩ আশ্বিন, বৃহস্পতিবার।

ইংরেজি– ১০ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– সকাল ৭টা ২৩ মিনিট ৪৬ সেকেন্ড।

অষ্টমী তিথি শেষ–

বাংলা– ২৪ আশ্বিন, শুক্রবার।

ইংরেজি– ১১ অক্টোবর, শুক্রবার।

সময়– সকাল ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড।

সন্ধিপুজো-

১১ অক্টোবর, ২৪ আশ্বিন, শুক্রবার সকাল ৬টা ২২ মিনিট ৫৮ সেকেন্ডে সন্ধিপুজো আরম্ভ। ৬টা ৪৬ মিনিট ৫৮ সেকেন্ড থেকে বলিদান। ৭টা ১০ মিনিট ৫৮ সেকেন্ডের মধ্যে সন্ধিপুজো শেষ।

আরও পড়ুন
Advertisement