Buddha Purnima

শুক্রবার বুদ্ধ পূর্ণিমা, তিথি কখন শুরু, কখন শেষ?

বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতেই ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন, সিদ্ধিলাভ করেন এবং মহাপরি নির্বাণ লাভ করেন।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২৩ ১৫:২১
Image of Buddha.

বৈশাখী পূর্ণিমার বিশেষ পূর্ণ তিথিতে পৃথিবীতে অবতীর্ণ হন গৌতম বুদ্ধ। ছবি: সংগৃহীত।

বৈশাখী পূর্ণিমা বিশেষ পূর্ণ তিথি। এই পূর্ণ তিথিতে সনাতন ধর্মের নবম অবতার এবং বৌদ্ধ ধর্মের প্রবর্তক ভগবান গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীনগরে রাজা শুদ্ধধন এবং মায়াদেবীর পুত্র রূপে ধরা ধামে অবতীর্ণ হন। কপিলাবস্তুনগরে বড় হয়ে ওঠেন। রাজপুত্র হিসাবে সমস্ত বিলাসিতা, স্ত্রী যশোদা পুত্র রাহুলও তাঁকে সংসারের মায়ায় আবদ্ধ করতে পারেনি।

Advertisement

সন্ন্যাসী এবং শব দেখে তাঁর জীবন সম্পর্কে ধারণা পরিবর্তন হয়। জরা, ব্যাধি এবং মৃত্যুকে জয় করার উদ্দেশ্যে, স্ত্রী, পুত্র, বিলাসিতা, রাজধর্ম, রাজ ঐশ্বর্য ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন। তপস্যায় সিদ্ধিলাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পথপ্রদর্শক হিসাবে হিন্দু ধর্মের ইতিহাসে চিরস্মরণীয়। বুদ্ধ পূর্ণিমার শুভ দিনটি তিনটি স্মৃতি বিজড়িত। এই শুভ তিথিতেই ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেন, সিদ্ধিলাভ করেন এবং মহাপরি নির্বাণ লাভ করেন।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পূর্ণিমা তিথি আরম্ভ

বাং– ২০ বৈশাখ, বৃহস্পতিবার।

ইং– ৪ মে, বৃহস্পতিবার।

সময়– রাত ১১টা ৪ মিনিট ৫৯ সেকেন্ড।

পূর্ণিমা তিথি শেষ–

বাং – ২১ বৈশাখ, শুক্রবার।

ইং– ৫ মে, শুক্রবার।

সময়– রাত ১০টা ৪৯ মিনিট ১৬ সেকেন্ড।

আরও পড়ুন
Advertisement