—প্রতীকী ছবি।
পুজোর কাজে ময়ূরের পালকের ব্যবহার অনবদ্য। এ ছাড়া বাড়িতেও এখন অনেকেই ময়ূরের পালক রাখেন। বাড়ির সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়িতে শুভ শক্তি আনতেও সাহায্য করে ময়ূরের পালক। ময়ূরের পালক বাড়িতে রাখা খুবই শুভ। ময়ূরের পালক দেখতেও অতি সুন্দর এবং এর উপকারিতাও অসাধারণ। কিন্তু ঘরে ময়ূরের পালক রাখা তখনই শুভ হবে, যখন সেটিকে ঘরের সঠিক দিকে বা জায়গায় রাখা হবে। ময়ূরের পালক যদি কোনও ভাবে ভুল দিকে রাখা হয় তা-হলে বাড়িতে অশুভ শক্তির প্রবেশ ঘটতে পারে। তাই বাস্তুমত মেনে সঠিক দিকেই ময়ূরের পালক রাখতে হবে।
জেনে নিন ময়ূরের পালক রাখার সঠিক দিক কোনটা এবং এর ফলে কী হয়:
১) ময়ূরের পালক রাখার সঠিক দিক হল পূর্ব দিক। এ ছাড়া উত্তর এবং পশ্চিম দিকেও ময়ূরের পালক রাখা যায়।
২) ঘরের উত্তর-পশ্চিম দিকের দেওয়ালে যদি ময়ূরের পালক রাখা হয় তা-হলে বাড়ির বাস্তুদোষ কেটে যায়।
৩) বাড়িতে যাঁরা লেখাপড়া করেন, তাঁদের বইয়ের টেবিলে বা বইয়ের মধ্যে ময়ূরের পালক রাখলে খুব উপকার পাওয়া যায়।
৪) ঘরের পূর্ব দিকের দেওয়ালে চারটে ময়ূরের পালক একসঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখলে নানা দিক দিয়ে শুভ ফল পাওয়া যায়।
৫) বাড়িতে ময়ূরের পালক রাখলে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
৬) বাড়িতে যদি গণেশ ঠাকুর এবং শ্রীকৃষ্ণের পুজো করা হয়, তা-হলে তাঁদের পাশে অবশ্যই ময়ূরের পালক রাখতে হবে।
৭) বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর করতে হলে দুটো ময়ূরের পালক কোনাকুনি করে রেখে দিন।
৮) বাড়িতে যদি হঠাৎ সমস্যা আসে তা-হলে বাড়ির ঈশান কোণে ময়ূরের পালক রেখে দিন। শুভ ফল পাবেন।
৯) স্বামী-স্ত্রীর মধ্যে যদি খুব কলহ সৃষ্টি হয় তা হলে বিয়ের অ্যালবামে দুটো ময়ূরের পালক রেখে দিন।
১০) ময়ূরের পালক যেন ভাঙা না সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং ময়ূরের পালককে কোনও ভাবে মাটিতে পড়তে দেওয়া যাবে না।