মুসৌরির স্কুলে সুইমিং পুলেই মৃত্যু দিল্লির কিশোর পড়ুয়ার। —প্রতীকী চিত্র।
সুইমিং পুলে সাঁতার কাটতে কাটতে গভীর জলে ডুব দিয়েছিল বছর তেরোর স্কুলপড়ুয়া। বন্ধুরা ভেবেছিল জলের ভিতর নিঃশ্বাস বন্ধ রাখার কৌশল আয়ত্ত করছে সে। কিন্তু দেড় মিনিট পরেও তাকে হাত-পা নাড়তে না-দেখায় সন্দেহ হয় সকলের। জল থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই কিশোরকে। তার পর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের মুসৌরির উইনবার্গ-অ্যালেন স্কুলে।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই পড়ুয়ার বাড়়ি দিল্লিতে। মুসৌরির স্কুলে পড়তে গিয়েছিল সে। সোমবার ভোরে স্কুলের সুংমিং পুলে অন্য পড়ুয়াদের সঙ্গেই সাঁতার শিখছিল। সকাল ৬টা নাগাদ তাকে জলের ভিতর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্কুলের নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে উদ্ধার করে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। সেই চেষ্টা ব্যর্থ হলে ওই পড়ুয়াকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
ওই পড়ুয়ার বাবা-মা মুসৌরি গিয়ে সন্তানের দেহ নিয়ে ফিরে যান। থানায় তাঁরা কোনও অভিযোগ দায়ের করেননি। তবে মুসৌরি পুলিশের তরফে জানানো হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। পড়ুয়াদের কয়েক জনের সঙ্গেও কথা বলা হয়েছে। কিশোর পড়ুয়ার মৃত্যুর ঘটনাকে প্রাথমিক ভাবে দুর্ঘটনা বলেই মনে করছে পুলিশ।