Vastu Shastra

গ্রহদোষ কাটিয়ে উঠতে এই সব সামগ্রী দিয়ে স্নান করুন, সৌভাগ্য ফিরবেই

স্নানের মাহাত্ম্য যে কোনও ধর্মেই বর্ণিত। নানা প্রকার স্নানের মাধ্যমে আমরা শুদ্ধ হই। এ ছাড়া সনাতন ধর্মে গঙ্গাস্নানের মাধ্যমে পুণ্য অর্জনের কথা তো আমরা সকলেই জানি। পাশাপাশি, ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে স্নান করার মাধ্যমেও আমরা সৌভাগ্য ফিরিয়ে আনতে পারি।

Advertisement
 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২১ ০৮:২৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

স্নানের মাহাত্ম্য যে কোনও ধর্মেই বর্ণিত। নানা প্রকার স্নানের মাধ্যমে আমরা শুদ্ধ হই। এ ছাড়া সনাতন ধর্মে গঙ্গাস্নানের মাধ্যমে পুণ্য অর্জনের কথা তো আমরা সকলেই জানি। পাশাপাশি, ঘরোয়া কিছু সামগ্রী দিয়ে স্নান করার মাধ্যমেও আমরা সৌভাগ্য ফিরিয়ে আনতে পারি। তা ছাড়া বিভিন্ন প্রকার স্নানের বিবিধ উপকারিতাও রয়েছে।

দেখে নেব সামগ্রীগুলো কী কী—

Advertisement

টক দইয়ে স্নান

প্রতি সোমবার এবং শুক্রবার কিছু পরিমাণ টক দই জলে মিশিয়ে সেই জল দিয়ে স্নান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

উপকারিতা– টক দই দিয়ে স্নান করলে দ্রুত শ্রীবৃদ্ধি ঘটে। সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রেও এটি অত্যন্ত ভাল। এ ছাড়া অনেক দিনের পাওনা টাকা ফেরত পেতেও এটি ভাল ফল দেয়।

কালো তিলের স্নান

প্রতি শনিবার স্নানের জলে কিছুটা কালো তিল মিশিয়ে স্নান করুন।

উপকারিতা– এটি করলে অভাব অনটন অনেকটা কমে গিয়ে আর্থিক উন্নতি হবে। এ ছাড়া যাঁদের শনির সাড়েসাতি চলছে বা জন্মছকে শনি গ্রহের স্থান খারাপ রয়েছে, তাঁরাও এই স্নান করতে পারেন।

দুর্বার স্নান

প্রতি বৃহস্পতিবার জলে কিছুটা দুর্বা বা দুর্বার রস মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মানা হয়।

উপকারিতা– এই স্নান করলে সৌভাগ্য বৃদ্ধির সঙ্গে নানা প্রকার সুফল লাভ হয়।

লবঙ্গের স্নান

প্রতিদিন জলে দু’টি লবঙ্গ দিয়ে স্নান করুন।

উপকারিতা– এর ফলে চাকরিতে উন্নতি তথা চাকরির স্থানে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

সাদা চন্দনের স্নান

প্রতি সোমবার সাদা চন্দন দিয়ে স্নান করা খুবই শুভ।

উপকারিতা– যাঁরা দীর্ঘ দিন চর্মরোগে আক্রান্ত, তাঁদের জন্য এই স্নান অত্যন্ত ভাল ফল দেয়।

পান পাতার স্নান

জলে বোঁটা সমেত গোটা পান পাতা ফেলে স্নান করুন।

উপকারিতা– এই স্নানের ফলে সম্মান বৃদ্ধি হয়। মানুষের কুনজর এড়াতেও এটি সাহায্য করে।

Advertisement
আরও পড়ুন