Astrological Tips

ফেব্রুয়ারি মাসে কোন রাশির আয়ের পথ খুলে যাবে? কোন রাশির আয়ে বাধা আসবে?

জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অবস্থানের ফলে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রাশির আয় ক্ষেত্রের উপর মিশ্র ফল পড়বে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৫৬
image of money

ফেব্রুয়ারি মাসে কোন রাশির বিপুল আয় হবে? প্রতীকী ছবি।

গ্রহের অবস্থানের ফলে ফেব্রুয়ারি মাসে বিভিন্ন রাশির আয় ক্ষেত্রের উপর মিশ্র প্রভাব পড়বে। কোনও রাশির বিপুল আয় হবে। কোনও রাশির আয়ের পথে বাধা আসবে।

কোন রাশির আয় ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে?

Advertisement

মেষ রাশির আয় ক্ষেত্রে অবস্থান করবে শুক্র। ফলে মাসের প্রথম ভাগে শুভ ফল লাভ হবে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে কিছু ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের বাধার সম্মুখীন হতে হবে।

বৃষ রাশির আয় ক্ষেত্রের অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান করবে এবং আয়ের ক্ষেত্রে শুভফল দান করবে। ফলে মাসের দ্বিতীয় ভাগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য অধিক শুভ হবে।

মিথুন রাশির আয় ক্ষেত্র পরিবর্তনশীল। তাই হঠাৎ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশির আয়ের ক্ষেত্রে অবস্থান করবে মঙ্গল। এই রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কমই রয়েছে।

সিংহ রাশির আয়ের ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ খুব শুভ হলেও পরবর্তী ভাগ মধ্যম যাবে।

কন্যা রাশির আয়ের ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক রয়েছে বৃহস্পতি এবং রবির। মাসের দ্বিতীয় ভাগে রবির অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে শুভত্ব বৃদ্ধি পাবে।

তুলা রাশির আয় ক্ষেত্রের সঙ্গে একাধিক অশুভ গ্রহের সম্পর্ক রয়েছে। মাসের প্রথম ভাগ অশুভ হলেও দ্বিতীয় ভাগ আয়ের ক্ষেত্রে শুভ হবে।

বৃশ্চিক রাশির আয় ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক বৃহস্পতির। বৃহস্পতির অবস্থানের ফলে এই রাশির জাতক-জাতিকারা নিজ নিজ আয় ক্ষেত্রে শুভফল পাবে।

ধনু রাশির আয় ক্ষেত্রে অবস্থান করবে কেতু। তাই এই রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে খুব শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশির আয় ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক বৃহস্পতি, শনি এবং মঙ্গলের। এই তিন গ্রহের যোগে আয়ের ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশির আয় ক্ষেত্রের অধিপতি নিজ ক্ষেত্রে শুভ অবস্থান করবে। এর ফলে আয়ের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে।

মীন রাশির আয় ক্ষেত্রে অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। সেই সঙ্গে এই রাশির আয় ক্ষেত্রে অবস্থান করবে রবি। মাসের প্রথম ভাগ মধ্যম হলেও পরবর্তী ভাগ শুভ।

Advertisement
আরও পড়ুন