Astrological Tips

ফেব্রুয়ারি মাসে কোন রাশির কর্মক্ষেত্রে শনির প্রভাব পড়বে? কোন রাশির কর্মে উন্নতি হবে?

জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে প্রতি মাসে কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবে। বিভিন্ন গ্রহের প্রভাবে কিছু কিছু রাশি নিজেদের কর্মক্ষেত্রে শুভ কিংবা অশুভ ফল লাভ করবে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:১৭
symbolic image of work.

ফেব্রুয়ারি মাসে কিছু রাশির কর্মক্ষেত্রে শনির প্রভাব পড়বে। প্রতীকী ছবি।

গ্রহের অবস্থানের উপর নির্ভর করে প্রতি মাসে কোন রাশি কর্মক্ষেত্রে কেমন ফল পাবে। যেমন ফেব্রুয়ারি মাসে মেষ রাশিতে অবস্থান করবে রাহু। বৃষ রাশিতে মাসের প্রথম দিন মঙ্গলে এবং চন্দ্রে অবস্থান। তুলা রাশিতে অবস্থান কেতুর। ধনু রাশিতে অবস্থান করবে বুধ। আগামী ৭ ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করে পরবর্তী মকর রাশিতে গমন করবে। মকর রাশিতে অবস্থান করবে রবি। আগামী ১৩ ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান শনি এবং শুক্রের। শুক্র আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্র রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে। মীন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি।

Advertisement

গ্রহের অবস্থানে কোন রাশিতে কী প্রভাব পড়বে?

মেষ রাশির কর্মক্ষেত্রে অধিপতি রবি। নিজক্ষেত্রে রবির শুভ অবস্থান রয়েছে। কর্মক্ষেত্রে রবির অবস্থানে, মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগে অধিক সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান শুক্রের। কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগ এই রাশির জন্য অধিক শুভ। ফলে প্রয়োজনীয় সব কাজ মাসের প্রথম ভাগে সেরে ফেলাই ভাল।

মিথুন রাশির কর্মক্ষেত্র অধিপতি বুধ। বুধের প্রভাব কর্মক্ষেত্রে শুভ ফল দান করবে। মাসের দ্বিতীয় ভাগে এই রাশির জাতক-জাতিকাদের কর্মে শুভত্ব বৃদ্ধি পাবে।

কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। এই মাসে কর্মক্ষেত্রে অবস্থান পরিবর্তন হবে তাই এই রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল প্রাপ্তি হবে।

সিংহ রাশির কর্মক্ষেত্রে অবস্থান মঙ্গলের। এই রাশির জাতক-জাতিকারা মাসের মধ্যম ভাগে শুভ ফল পাবেন।

বুধের প্রভাবে মাসের শুরুতে কন্যা রাশির কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

তুলা রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতি এবং রবির অবস্থান রয়েছে। ফলে কর্মক্ষেত্রের প্রথম ভাগ শুভ, মাসের দ্বিতীয় ভাগ অধিক শুভ।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে শনি, শুক্র, মঙ্গল এবং রাহুর প্রভাব রয়েছে। মাসের প্রথম ভাগ খুব শুভ না হলেও পরবর্তী ভাগ শুভ হবে।

ধনু রাশির কর্মক্ষেত্রে বৃহস্পতির প্রভাব রয়েছে। মাসের মধ্য ভাগে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মকর রাশির কর্মক্ষেত্রে কেতু অবস্থান করবে। ফলে এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বাধার মধ্য দিয়ে এগোতে হবে।

কুম্ভ রাশির কর্ম ক্ষেত্রে বৃহস্পতি এবং শনির প্রভাব পড়বে। মাসের শেষ ভাগে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মীন রাশির কর্মক্ষেত্র বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে সফলতা এবং শুভ ফল দান করবে।

Advertisement
আরও পড়ুন