নক্ষত্র প্রতিকার খুব কম বা নামমাত্র খরচে করা সম্ভব। ছবি: সংগৃহীত।
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে নক্ষত্রের ভুমিকা গুরুত্বপূর্ণ। জ্যোতিষ শাস্ত্রে বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকারের ব্যবহার করা হলেও নক্ষত্র সংক্রান্ত প্রতিকারের ব্যবহার খুবই কম। নক্ষত্র প্রতিকার খুব কম বা নামমাত্র খরচে করা সম্ভব। খরচ কম বা নামমাত্র হলেও প্রাপ্ত ফল কিন্তু মোটেই কম না। জন্মনক্ষত্র অনুযায়ী সামান্য কিছু কাজ করলে জীবনে অকল্পনীয় শুভ পরিবর্তন সম্ভব। একটি বিষয় সব সময় মনে রাখা উচিত। গ্রহ বা নক্ষত্রের প্রতিকারের কর্ম এক দিনে সম্ভব নহে।
মূলা
মূলা নক্ষত্রের অধি[পতি গ্রহ কেতু। জন্মনক্ষত্র মূলা হলে রাক্ষাস গন। ১১ টি লেবুর মালা গেঁথে কালি মন্দিরে দিন। কুকুর কে খাবার দিন।
পূর্বআষাঢ়
পূর্বআষাঢ় নক্ষত্রের অধি[পতি গ্রহ শুক্র। জন্মনক্ষত্র পূর্বআষাঢ় হলে নর গন। আলংকারিক মনিরত্ন বা আলংকারিক পোশাক পরিধান। লক্ষ্মীনারায়ণ মন্দিরে হলুদ মিষ্টান্ন, প্রসাধন সামগ্রী বিশেষত নেলপালিশ দান।
উত্তরআষাঢ়
উত্তর আষাঢ় নক্ষত্রের অধি[পতি গ্রহ রবি। জন্মনক্ষত্র উত্তরআষাঢ় হলে নর গন। দাঁতাল হাতির ছবি কাছে রাখুন রোজ ওই ছবি দেখুন।
উত্তরআষাঢ় নক্ষত্র এবং মকর রাশির জাতকরা নবগ্রহ মন্দিরের হোমে কাল তিল দান করুন ( শনিবার )।
উত্তরআষাঢ় নক্ষত্র এবং কুম্ভ রাশির জাতকরা গণেশ মন্দিরে মিষ্টান্ন দান করুন বা হাতিকে মিষ্টান্ন খেতে দিন।
শ্রবনা
শ্রবনা নক্ষত্রের অধি[পতি গ্রহ চন্দ্র। জন্মনক্ষত্র শ্রবনা হলে দেব গন। দিনে অশ্বথ গাছের নীচে তিলের তেলের প্রদীপ জ্বালান। ভগবান বিষ্ণুর পূজা করুন।
ধনিষ্ঠা
ধনিষ্ঠা নক্ষত্রের অধি[পতি গ্রহ মঙ্গল। জন্মনক্ষত্র ধনিষ্ঠা হলে রাক্ষস গন। শনিবার কাল পিঁপড়েদের গুর খেতে দিন। ময়ূরকে খেতে দিন সম্ভব হলে শনিবার।
শতভিষা
শতভিষা নক্ষত্রের অধি[পতি গ্রহ রাহু। জন্মনক্ষত্র শতভিষা হলে রাক্ষস গন। কালো তিল এবং চিনির মিশ্রণ কালো পিঁপড়েদের খেতে দিন।
পূর্বভাদ্রপদ
পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধি[পতি গ্রহ বৃহস্পতি। জন্মনক্ষত্র পূর্বভাদ্রপদ হলে নর গন। প্রত্যেক দিনের কাজ প্রতিদিন সেরে ফেলুন, কাজ ফেলে রাখবেন না। লোহার বস্তু মন্দিরে দান করুন। মন্দিরে হলুদ মিষ্টান্ন দান করুন।
উত্তরভাদ্রপদ
উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধি[পতি গ্রহ শনি। জন্মনক্ষত্র উত্তরভাদ্রপদ হলে নর গন। নীল হলুদ ছাপ বস্ত্র পরুন। জোরা কলায় ( জমজ কলা ) মধু মাখিয়ে গরুকে খেতে দিন। লক্ষ্মীগণেশে কে পদ্ম ফুল অরপন করুন।
রেবতী
রেবতী নক্ষত্রের অধি[পতি গ্রহ বুধ। জন্মনক্ষত্র রেবতী হলে দেব গন। গণেশের মন্দিরে সবুজ মিষ্টি দান করুন। গরুকে সবুজ মুগ অথবা সবুজ ডাল খেতে দিন। পাইরা কে খেতে দিন (পাইরা কে বাড়ির ভিতির বা ছাদে খাবার দেবেন না, বাড়ির বাইরে খাবার দিন)।
শতভিষা নক্ষত্রের প্রতিকার, চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান কালে শুরু করলে শীঘ্র ফল প্রাপ্ত হয়। অন্যান্য নক্ষত্রের প্রতীকারের ক্ষেত্রে শুক্ল পক্ষে শুরু করলে শীঘ্র ফল প্রাপ্ত হয়।