Buddha Purnima

বুদ্ধপূর্ণিমায় শুরু করুন বাধাহীন নতুন জীবন, মেনে চলুন জ্যোতিষ মতে সহজ ৯ টোটকা

জ্যোতিষশাস্ত্র মতে, বুদ্ধ পূর্ণিমার দিন এমন কিছু টোটকা রয়েছে, যা সঠিক ভাবে পালন করতে পারলে জীবনে আসবে প্রচুর সুখ ও সমৃদ্ধি।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১৫:১১
Astrological tips to follow on Buddha Purnima

জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন কোন টোটকা করলে জীবনে আসবে সুখ সমৃদ্ধি। ছবি: সংগৃহীত।

আজ, শুক্রবার পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। এটি খুবই পবিত্র একটি দিন। এই দিন বাড়িতে যে কোনও শুভ কাজ করলে খুব ভাল ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে, বুদ্ধ পূর্ণিমার দিন এমন কিছু টোটকা রয়েছে, যা সঠিক ভাবে পালন করতে পারলে জীবনে আসবে প্রচুর সুখ ও সমৃদ্ধি।

টোটকা

Advertisement

১) এই দিন বাড়িতে বিষ্ণু পুজো করা অত্যন্ত শুভ বলে মানা হয়। পুজোর সময়ে অবশ্যই বিষ্ণু দেবকে হলুদের তিলক লাগাবেন এবং নিজেও সেই তিলক পরবেন।

২) এই দিন যে কোনও ব্রাহ্মণকে হলুদ রঙের বস্ত্র দান করুন। এবং যদি সম্ভব হয়, নিজের সাধ্য মতো কিছু ভোজন তাঁকে বাড়িতে করান।

৩) বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা স্নান সেরে নিতে হয়, তার পর বাড়ির সদর দরজায় সিঁদুর, হলুদ, কাঁচা দুধ, গঙ্গাজল এবং কেশর একত্রে মিশিয়ে সাতটা ফোটা আঁকুন। এটা সদর দরজার দু’পাশেই করতে হবে।

৪) এই দিন কোনও মন্দির বা কোনও পুরোহিতকে গীতা দান করুন।

৫) এই দিন ভগবান শ্রীবিষ্ণুকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং হলুদ রঙের যে কোনও একটি ফল অর্পণ করুন।

৬) এই দিন বাড়িতে পাঁচ কিংবা সাত জন শিশুকে তাঁদের পছন্দ মতো খাবার খাওয়ান।

৭) এই দিন গঙ্গাজলের সঙ্গে হলুদ ও কেশর মিশিয়ে কলাগাছ, বটগাছ এবং অশ্বত্থ গাছের গোঁড়ায় ঢালুন।

৮) এই দিন নিজের মনের ইচ্ছা চন্দ্রদেবকে জানিয়ে, তাঁর উদ্দেশ্যে জলে সাদা চন্দন মিশিয়ে অর্পণ করুন।

৯) এই দিন কিছুটা চাল, হলুদ রঙের যে কোনও ডাল এবং কিছুটা ঘি দান করুন।

Advertisement
আরও পড়ুন