Astrological Tips

বর্তমানে মঙ্গল বক্রী, এই সময়ে কী সচেতনতা অবলম্বন জরুরি? কী বলে জ্যোতিষশাস্ত্র?

বিশেষ সচেতনতা অবলম্বন উচিত, যাঁদের জন্মকালীন মঙ্গল বক্রী এবং মঙ্গল অশুভ।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ ১৭:৪০
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে এক গুরুত্বপূর্ণ অশুভ গ্রহের স্থান দেওয়া হয়েছে।

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে এক গুরুত্বপূর্ণ অশুভ গ্রহের স্থান দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত।

মঙ্গল সৌর জগতের চতুর্থ গ্রহ। সূর্যকে প্রদক্ষিণ করতে মঙ্গলের সময় লাগে ১.১০ বৎসর। নিজ অক্ষে এক পাক ঘুরতে সময় লাগে ২৪.৩৭ ঘণ্টা।

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে এক গুরুত্বপূর্ণ অশুভ গ্রহের স্থান দেওয়া হয়েছে। জন্মকুণ্ডলিতে মঙ্গলের শুভ অবস্থানের কারণে যেমন বিভিন্ন বিষয়ে শুভফল দান করতে পারে, ঠিক অশুভ মঙ্গল ততটাই অশুভত্ব বা অশুভফল দান করতে পারে। রাশিচক্রের প্রথম (মেষ) এবং অষ্টম (বৃশ্চিক) রাশি মঙ্গলের নিজ ক্ষেত্র। ক্রোধ, সাহসিকতা, বীরত্ব, দুর্ঘটনা, রক্তপাত, স্থাবর সম্পত্তি, চিকিৎসা (শল্য চিকিৎসা), রাসায়নিক দ্রব্য ইত্যাদির উপর মঙ্গলের প্রভুত্ব।

Advertisement

পৃথিবীর উপর মঙ্গলের প্রভাব মারাত্মক। এই প্রভাব বৃদ্ধি প্রাপ্ত হয় মঙ্গলের বক্রগতি কালে।

বিশেষ প্রভাব দান করে (শুভত্ব বা অশুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হয়) যাদের জন্মকালীন মঙ্গল বক্রী। এই সময়ে বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি দুর্ঘটনা এবং রক্তপাত সংক্রান্ত বিষয়ে।

সমস্যা সৃষ্টি হতে পারে নির্মাণ সংক্রান্ত বিষয়ে। এমনকি, এই সময়ে ক্রয় করা সম্পত্তি বা এ সময়ে করা নির্মাণ ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। বিশেষ সচেতনতা অবলম্বন উচিত, যাঁদের জন্মকালীন মঙ্গল বক্রী এবং মঙ্গল অশুভ।

বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ক্রোধ, যার কারণে বিবাদ, মনোমালিন্য, অশান্তি সৃষ্টি হতে পারে।

বক্রগতির কারণে মঙ্গল বৃষ এবং মেষ উভয় রাশিতে অবস্থানের ফল দান করতে পারে (বক্রী গ্রহ পূর্ব রাশির ও ফল দান করে)।

অশুভত্ব নির্ভর করবে জন্মকালীন মঙ্গলের অবস্থানের উপর।

মঙ্গলের বক্র গতিতে অবস্থানের সময় ৩১ অক্টোবর ২০২২ হইতে ১২ জানুয়ারি ২০২৩। আগামী ১৩ জানুয়ারি হইতে মঙ্গল সম্মুখাভিমুখ গতি প্রাপ্ত হবে।

প্রতিকার- হনুমান চালীশা পাঠ। হনুমানজির পূজা করুন এবং প্রসাদ বিতরণ করুন। গায়েত্রি মন্ত্র জপ করুন। দেবী দুর্গার পূজা করুন। লাল বস্ত্র বা রুমাল ব্যবহার করুন। বাঁদর, হনুমানকে খাবার দিন। প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।

আরও পড়ুন
Advertisement