Astro Tips

স্বামী-স্ত্রীর অশান্তি মেটানো যায় সহজ টোটকায়, শনি-মঙ্গল ছাড়াও গুরুত্বপূর্ণ শুক্রবার

সংসারের নানা জটের মাঝে নিজেকে সুরক্ষিত রাখতে কয়েকটি উপায়ের কথা জেনে রাখতে পারেন।

Advertisement
শ্রীমতী অপালা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৯:২২
Image of Ritesh Deshmukh and Genelia D\'Souza.

বিবাহিত জীবনে সুখের অভাব? ছবি: সংগৃহীত।

শুভ গ্রহের শুভ ফল আরও পূর্ণ রূপে পেতে এবং বিবাহিত জীবন থেকে নানা সমস্যা দূর করতে কিছু নিত্য উপায় করা যেতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে একসঙ্গে সুখ-দুঃখ সবই থাকে। সংসারের নানা জটের মাঝে নিজেকে সুরক্ষিত রাখতে কয়েকটি উপায়ের কথা জেনে রাখতে পারেন।

গ্রহগত প্রতিকার

Advertisement

রবি– প্রতিদিন সূর্যোদয়ের সময়ে কলাগাছে জলদান এবং জলে গুড় মিশিয়ে সূর্যার্ঘ্য প্রদান করুন।

চন্দ্র– প্রতি সোম ও বৃহস্পতিবার শিবলিঙ্গকে দুধ এবং জল দ্বারা অভিষেক করানো দরকার।

মঙ্গল– প্রতি মঙ্গল ও শনিবার নিরামিষ সেদ্ধ খাবার ও পাকাকলা খাবেন। পুরুষেরা তিন দিন হনুমান চালিশা পাঠ করুন।

বুধ– প্রথমে গণেশ ও পরে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা চড়ান।

বৃহস্পতি– শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করিয়ে ধুতুরা ফুলের মালা দিন।

শুক্র– প্রতি শুক্রবার সাদা ফুলের মালা মা মনসা ও ভুবনেশ্বরীকে দিন। সে দিন আর টক খাবেন না।

শনি– প্রতি শনিবার আদা খাবেন খুব অল্প পরিমাণে এবং বট গাছের নীচে কিছু ক্ষণ সময় কাটাবেন।

রাহু– প্রতিদিন কাক ও কুকুরকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান ও মোষ বা কালো গরুর মাথায় সর্ষের তেল দিন।

কেতু– মনসা গাছকে দীপ দেখাবেন ও ভিক্ষুককে কালো কাপড় দান করুন।

নিজেকে সংসারের মাঝে সুরক্ষিত রাখার কিছু উপায়

১) প্রতি শনিবার বা রোজ কালো গরুর মাথায় সর্ষের তেল দিন।

২) শনি ও মঙ্গলবার দক্ষিণা কালীমাকে জবা ও অপরাজিতা ফুল দিয়ে পুজো করুন।

৩) বয়স্ক মহিলাদের সেবা করুন। কম্বল দান করুন।

৪) শনিবার সকালে নুন ও আদা খাবেন। সব্জি সহকারে খিচুরি খাবেন।

৫) প্রতিদিন সন্ধ্যাবেলা ধুনো ও গুগগুল জ্বালাবেন।

বিবাহিত জীবনে নানা অশান্তি দেখা দিলে কী করবেন?

১) মঙ্গলবার সেদ্ধ খবার খাবেন। পাকা কলা খাবেন।

২) শুক্রবার মনসাদেবীকে সাদা ফুল দিয়ে পুজো করুন ও দুধ কলা দিতে পারেন।

৩) ঘরে মা কালির পুজো করা একটি খাঁড়া রাখুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement