Astro Tips

জন্ম নক্ষত্র অনুযায়ী সামান্য কিছু কর্ম জীবনে শুভ পরিবর্তন আনবে

নক্ষত্র প্রতিকার খুব কম বা নামমাত্র খরচে করা সম্ভব। খরচ কম বা নামমাত্র হলেও প্রাপ্ত ফল কিন্তু মোটেই কম না।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ১৯:৫৬
Image of Horoscope.

নক্ষত্র প্রতিকার খুব কম বা নামমাত্র খরচে করা সম্ভব। ছবি: সংগৃহীত।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন ধরনের গ্রহ প্রতিকারের ব্যবহার করা হলেও নক্ষত্র সংক্রান্ত প্রতিকারের ব্যবহার খুবই কম। নক্ষত্র প্রতিকার খুব কম বা নামমাত্র খরচে করা সম্ভব। খরচ কম বা নামমাত্র হলেও প্রাপ্ত ফল কিন্তু মোটেই কম না। জন্ম নক্ষত্র অনুযায়ী সামান্য কিছু কাজ করলে জীবনে অকল্পনীয় শুভ পরিবর্তন সম্ভব। একটি বিষয় সব সময়ে মনে রাখা উচিত গ্রহ বা নক্ষত্রের প্রতিকারের কর্ম এক দিনে সম্ভব নহে।

মঘা–

Advertisement

মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। জন্ম নক্ষত্র মঘা হলে রাক্ষস গন।

অমাবস্যার সন্ধ্যায় পিতৃ পুরুষের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালানো। কুকুরকে খাবার দিন এবং খাওয়া দেখুন। পুরুষ ইঁদুর না মেরে তাদের খাবার দিলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়।

পূর্ব ফাল্গুনী–

পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র। জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী হলে নর গন।

দুধ দ্বারা শিবলিঙ্গকে স্নান করান। অবিবাহিত মহিলার বিবাহে আর্থিক বা যে কোনও ভাবে সাহায্য করলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়।

উত্তর ফাল্গুনী–

উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি। জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনী হলে নর গন।

পিতা এবং গৃহের বয়স্ক ব্যক্তিদের সেবা করা এবং খুশি রাখা। ষাঁড় অথবা ময়ূরকে খাদ্য দান করলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়।

হস্তা–

হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র। জন্ম নক্ষত্র হস্তা হলে দেব গন।

গরুকে সবুজ (ঘাস, সবুজ শাক সব্জি লতাপাতা, সবুজ ডাল) খাদ্য দান। সকালে দুধ দ্বারা নিজের মুখমণ্ডল ধোয়া বা দুধ মাখলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়।

চিত্রা–

চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। জন্ম নক্ষত্র চিত্রা হলে রাক্ষস গন।

যুবকদের পেন, পেন্সিল ইত্যাদি উপহার দিন। হুনুমান মন্দিরে রঙিন ফুল দিয়ে পূজা দিলে বিশেষ শুভ ফল প্রাপ্ত হয়।

স্বাতী–

স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু। জন্ম নক্ষত্র স্বাতী হলে দেব গন।

পুরুষ মহিষ বা পায়রাদের খাদ্য দান করলে (পায়রাদের বাড়ির উঠান বা ছাদে খাবার দেওয়া উচিত নয়, বাড়ির বাইরে খাবার দেয়া উচিত) শুভ ফল প্রাপ্ত হয়।

বিশাখা–

বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। জন্ম নক্ষত্র বিশাখা হলে রাক্ষস গন।

লক্ষ্মী নারায়ণ মন্দির দর্শন, মন্দিরে সাদা ফুলে পূজা দিন। বাড়ির উত্তরপূর্ব দিকে মাটির পাত্রে জল রাখুন, রোজ ওই জল পালটান।

অনুরাধা–

অনুরাধা নক্ষত্রের অধিপতি গ্রহ শনি। জন্ম নক্ষত্র অনুরাধা হলে দেব গন।

হুনুমান মন্দিরে গেরুয়া সিঁদুর, তেল এবং পদ্ম ফুল দিয়ে পূজা দিন।

জ্যেষ্ঠা–

জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। জন্ম নক্ষত্র জ্যেষ্ঠ হলে রাক্ষস গন।

ছাতা অথবা কানবালার (কানের রিং) ছবি কাছে রাখুন, রোজ ওই ছবি দেখুন।

যে প্রতিকারে অমাবস্যার উল্লেখ আছে, ওই প্রতিকার ব্যতীত অন্যান্য নক্ষত্রের প্রতিকারের ক্ষেত্রে শুক্ল পক্ষে শুরু করলে শীঘ্র ফল প্রাপ্ত হয়।

আরও পড়ুন
Advertisement