কলাগাছ বাড়িতে যে কোনও শুভ কাজে ব্যবহার করা হয়। ছবি: সংগৃহীত।
কলাগাছ কম-বেশি প্রায় সব বাড়িতেই দেখতে পাওয়া যায়। হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের মতো কলা গাছেরও বিশেষ গুরুত্ব রয়েছে। কলা গাছ বাড়িতে যে কোনও শুভ কাজে ব্যবহার করা হয়। কলা গাছ অত্যন্ত শুভ একটা গাছ, যা বাড়িতে রাখলে কিছু নিয়ম মেনে চলতে হবে। এই টিপসগুলি যদি মেনে চলতে পারা যায়, তা হলে সংসারে আর্থিক উন্নতি হবেই।
কী কী নিয়ম মানতে হবে?
১) বাড়ির যে কোনও দিকে কলাগাছ লাগানো যাবে না। বাড়ির উত্তর-পূর্ব কোণে কলাগাছ লাগাতে হবে।
২) কলা গাছ সব সময়ে বাড়ির বাগানে লাগাতে হবে, বাড়ির সামনে কলাগাছ একেবারেই রাখা যাবে না।
৩) যে কোনও বাধা জীবন থেকে কাটিয়ে উঠতে পুষ্যা নক্ষত্রে কলাগাছের শিকড় নিয়ে ভাল করে মসৃণ ভাবে বেটে কপালে তিলক লাগান।
৪) কলাগাছের কাণ্ডে একটা হলুদ সুতো নিয়ে, তা সাত পাকে বেঁধে রাখুন। এতে সংসারে নানা দিকে উপকার পাওয়া যাবে।
৫) বাড়িতে কলাগাছ থাকলে প্রতি বৃহস্পতিবার কলাগাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন এবং হলুদ দিয়ে কলাগাছের পুজো করুন।
৬) কলাগাছে কখনও নোংরা জল দিতে নেই। কলাগাছে সব সময়ে পরিষ্কার জল ঢালুন।
৭) কলাগাছের চারপাশ সব সময়ে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হয়, আবর্জনা জমতে দিতে নেই।
৮) শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার কখনও কলাগাছ কাটতে নেই। এ ছাড়া পূর্ণিমা ও অমাবস্যা তিথিতেও কলাগাছ কাটতে নেই।