—প্রতীকী ছবি।
টাকাপয়সা নিয়ে চিন্তা সকলের জীবনেই রয়েছে। যে মানুষের অনেক টাকা রয়েছে তিনিও ভাবেন আরও টাকা কী করে পাওয়া যায়। নতুন মাস পড়লেই মনে হয় এই মাসে হাতে টাকা থাকবে, না কি খরচাই বেশি হবে! সেই ক্ষেত্রে মাসের শুরুতেই যদি জেনে নেওয়া যায় সারা মাস জুড়ে কোন রাশির আয়ক্ষেত্র কেমন থাকবে, তা হলে সুবিধাই হয়। মার্চ মাসে রাশি অনুযায়ী কার কেমন আয় এবং ব্যয় হবে তার হদিস দিলেন জ্যোতিষী।
মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান রয়েছে এবং সঙ্গে অবস্থান রয়েছে রবির। গ্রহের এই রূপ অবস্থানের ফলে পূর্ণ সফলতাপ্রাপ্তির সম্ভাবনা কম রয়েছে।
মার্চ মাসে বৃষ রাশির আয়ক্ষেত্রে বুধ,শুক্র এবং রাহু অবস্থান করছে। শুক্র বৃহস্পতির সঙ্গে স্থান পরিবর্তন করবে এবং আয়ের ক্ষেত্রে শুভ ফল দান করবে। আনন্দে থাকুন।
মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতি এবং আয়ক্ষেত্রের অবস্থান অনুযায়ী শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। চিন্তার কোনও কারণ নেই।
মার্চ মাসে কর্কট রাশির আয়ের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান রয়েছে। কর্কট রাশির জাতক-জাতিকারা আয়ের দিক থেকে শুভ ফল লাভ করবেন।
সিংহ রাশির আয়ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মাসের প্রথম ভাগ শুভ হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা বিশেষ নেই। বুঝে খরচ করুন।
মার্চ মাসে কন্যা রাশির ব্যক্তিরা আয়ের ক্ষেত্রে মিশ্র ফল লাভ করবেন।
তুলা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে দগ্ধ শনির দৃষ্টি সম্পর্ক থাকবে এবং আয়ক্ষেত্র অধিপতি হল রবি। মাসের প্রথম ভাগে মিশ্র ফল প্রাপ্ত হলেও, পরবর্তী ভাগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মার্চ মাসে বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রে কেতু অবস্থান করলেও আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকার কারণে শুভ ফল প্রাপ্ত হবে।
ধনু রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মার্চ মাসে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
এই মাসে মকর রাশির আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনি দৃষ্টি সম্পর্কে রয়েছে। আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।
কুম্ভ রাশির আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।
মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির দগ্ধ বা অস্তমিত অবস্থায় অবস্থানের কারণে শুভ ফল লাভের সম্ভাবনা কম।