Lakshmi Yoga and Its Effects

নাম-যশ-টাকা, জন্মছকে লক্ষ্মী-যোগ থাকলে সঙ্গে থাকবে সব কিছু! জেনে নিন এই যোগের ফলাফল

কিছু যোগ জন্মছকে থাকার ফলে জাতক-জাতিকারা শুভ ফল লাভ করে। শুভ যোগগুলির মধ্যে একটা যোগ হল লক্ষ্মী-যোগ।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৫
lakshmi

—প্রতীকী ছবি।

আমাদের জন্মছকে নানা ধরনের যোগ থাকে। সেই সকল যোগ কখনও শুভ হয়, কখনও আবার অশুভ হয়। এরই মধ্যে কিছু যোগ জন্মছকে থাকার ফলে জাতক-জাতিকারা শুভ ফল লাভ করে। শুভ যোগগুলির মধ্যে একটি যোগ হল লক্ষ্মী-যোগ। এই যোগ জন্মছকে থাকার ফলে শুভ ফল পাওয়া যায়। দেখে নেব এই যোগ গ্রহের কোন অবস্থানে সৃষ্টি হয় এবং এর ফলাফল কী।

Advertisement

দেখে নেওয়া যাক গ্রহের কোন অবস্থানে লক্ষ্মী-যোগ সৃষ্টি হয়:

লগ্নপতি অর্থাৎ আপনার লগ্ন রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চম ভাবে, বা নবমে অর্থাৎ ভাগ্য ভাবে, বা সন্তান ভাবে যদি অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয় পতির দৃষ্টি যদি ধনস্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়।

এ বার জেনে নিন এই যোগ থাকলে জাতক-জাতিকার জীবনে ঠিক কী কী হয়:

১) জন্মছকে লক্ষ্মী-যোগ বা ধন-যোগ থাকলে জাতক-জাতিকা জীবনে অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হন। এই সকল ব্যক্তি প্রচুর অর্থের অধিকারী হয়ে থাকেন।

২) যে কোনও কর্মে এঁরা নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হন। যে কোনও প্রকার কর্মেই এঁদের দক্ষতা চোখে পড়ার মতো থাকে।

৩) এঁরা এতটাই ভাগ্যবান হন যে, যে কোনও মাধ্যমে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন।

৪) শুধু দেশে নয়, দেশের বাইরেও এঁদের নাম, যশ ও সুখ্যাতি ছড়িয়ে পড়ে। নানা রকম কর্মে পারদর্শী হওয়ার ফলেই তাঁদের খ্যাতির অন্ত থাকে না।

৫) জন্মছকে লক্ষ্মী-যোগ থাকা জাতক-জাতিকারা বাকপটু হন। এর ফলে অন্যেরা এঁদের কথায় খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যান। কথার দ্বারা সকলের মন জয় করতে পারেন। তা ছাড়া কথার মাধ্যমে যে কোনও কঠিন কাজ সরল ভাবে করে ফেলতে সক্ষম হন।

Advertisement
আরও পড়ুন