Accidental Death

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল স্বামীরও!

ছ’বছর আগে পূজার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দু’দিন আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সন্তানসম্ভবা পূজাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৭:৪১
দুর্ঘটনায় মৃত্যু বহরাইচের যুবকের। প্রতীকী ছবি।

দুর্ঘটনায় মৃত্যু বহরাইচের যুবকের। প্রতীকী ছবি।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়েছিলেন। আর সেই খবর পেয়েই কাজ থেকে দ্রুত বাইকে করে বাড়ি ফিরছিলেন এক ব্যক্তি। কিন্তু তাঁরও জীবিত অবস্থায় আর বাড়ি ফেরা হল না। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ওই ব্যক্তির। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরগঞ্জে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয়। সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়। পরিবার সূত্রে খবর, দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয় সঞ্জয়ের স্ত্রী পূজার। তাঁর মৃত্যুর খবর পেয়েই কাজ থেকে পড়িমরি করে বাইক নিয়ে বেরিয়ে আসেন। বাইক চালাচ্ছিলেন সঞ্জয়। পিছনে বসে ছিলেন তাঁর ভাই রিঙ্কু। পঞ্জাবে শ্রমিকের কাজ করতেন সঞ্জয় এবং তাঁর ভাই।

স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে রাতে বাইক চালিয়ে ফিরছিলেন সঞ্জয়। ২৪ নম্বর জাতীয় সড়কে বরেলীর কাছে একটি ট্রাক তাঁদের ধাক্কা মারে। দাদা এবং ভাই দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়েরাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে সঞ্জয় এবং রিঙ্কুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। রিঙ্কুর অবস্থা আশঙ্কাজনক ।

ছ’বছর আগে পূজার সঙ্গে বিয়ে হয়েছিল সঞ্জয়ের। তাঁদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। দু’দিন আগেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সন্তানসম্ভবা পূজাকে। বাড়িতে নতুন অতিথি আসার আনন্দে মেতেছিল পরিবার। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ হাসপাতাল থেকে খবর আসে সন্তান জন্ম দিতে গিয়ে পূজার মৃত্যু হয়েছে। পূজার মৃত্যুর খবর গিয়েছিল সঞ্জয়ের কাছেও। স্ত্রীর মৃত্যুর খবরে দিশাহারা হয়ে পড়েন তিনি। তার পরই পঞ্জাব থেকে বাইকে উত্তরপ্রদেশের বহরাইচে আসছিলেন। কিন্তু বরেলীর কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

Advertisement
আরও পড়ুন