Astrological Tips

বাড়িতে বাথরুমের দরজা কখনও বেশি ক্ষণ খুলে রাখতে নেই, কারণ জানাচ্ছে জ্যোতিষ

জানেন কি, শুধু মাত্র বাড়িতে বাথরুমের দরজা বন্ধ না করার অভ্যাস আপনাকে কত সমস্যার মুখে ফেলতে পারে?

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৩ ১৬:৩৬
According to astrology why should you keep the bathroom doors shut.

—প্রতীকী ছবি।

বাড়িতে বাথরুমের দরজা সব সময় খোলা রাখেন? তা হলে তো আপনার জীবন সমস্যাবহুল হবেই। যদি বাথরুম থেকে বেরিয়ে দরজা বন্ধ করার অভ্যাস না থাকে, তবে আজই এই কুঅভ্যাস ত্যাগ করুন।

Advertisement

জানেন কি, শুধু মাত্র বাড়িতে বাথরুমের দরজা বন্ধ না করার অভ্যাস আপনাকে কত সমস্যার মুখে ফেলতে পারে?

বাথরুমের দরজা খোলা থাকলে জীবনে কী কী সমস্যা হতে পারে

১) বাড়িতে পুজো পাঠ যেকোনো আচার অনুষ্ঠান ঠিকঠাক ভাবে করা সত্বেও কোন শুভ ফল পাচ্ছেন না, এর জন্য দায়ী আপনার বাথরুমের দরজা খুলে রাখার কুঅভ্যাস। আপনি সারা দিন যত পুন্য অর্জন করছেন, তা বাথরুম থেকে বেরোনো নেগেটিভ ভাইব্রেশন ধ্বংস করে দিচ্ছে। তাই শুভ ফল পাওয়া যাচ্ছে না।

২) বাথরুমের দরজা খোলা থাকলে বাথরুমে ভেতরের নেগেটিভ এনার্জি ঘরের পজ়িটিভ এনার্জিকে নষ্ট করে দেয়। এর ফলে বাড়ির বাসিন্দাদের অশুভ প্রভাব পরতে থাকে।

৩) স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ অতিরিক্ত পরিমাণে হওয়ার কারণ কোনও না কোনও ভাবে এই বাথরুমের দরজা খুলে রাখাকে কেন্দ্র করে হতে পারে।

৪) বাথরুমের দরজা সব সময় খোলা থাকলে ভীষণ ভাবে আর্থিক ক্ষতি গ্রস্থ হতে হয়। আর্থিক উন্নতি সহজে হয় না।

৫) সন্তানদের ক্ষেত্রেও অশুভ প্রভাব বিস্তার করে। হাজার পড়াশোনা করা সত্ত্বেও পরীক্ষার ফল আশানুরূপ পাওয়া যায় না।

৬) বাথরুম থেকে বেরোনো নেগেটিভ ভাইব্রেশন বাড়ির সদস্যদের অন্যদের কাছে নত করে রাখে এবং বার বার অপমানিত হতে হয়। চেনা পরিচিতি বা নিজেদের মানুষজনরা কখনওই সু-নজরে দেখেন না।

আরও পড়ুন
Advertisement