Astrological Predictions

গ্রহের কোন অবস্থানে সম্মান, যশ এবং প্রতিপত্তি বৃদ্ধি পায়, দেখে নিন

রাশিচক্রের দিক থেকে গ্রহের বিচার করলে দেখা যায়, গ্রহের অবস্থান অনুযায়ী এই মান-সম্মানের ব্যাপারটি ঘটে থাকে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২১ মে ২০২৪ ১২:৫৮

—প্রতীকী ছবি।

সম্মান সকলের পাওনা। আমাদের সব সময় মনে রাখতে হবে সম্মান যদি কাউকে দেওয়া হয়, তবেই সম্মান পাওয়া যায়। রাশিচক্রের দিক থেকে গ্রহের বিচার করলে দেখা যায়, গ্রহের অবস্থান অনুযায়ী এই মান-সম্মানের ব্যাপারটি ঘটে থাকে। রবি, মঙ্গল, বৃহস্পতি এই তিনটি গ্রহ মানুষের মান-সম্মান, যশ, বৃদ্ধির কারক।

Advertisement

১. রবি যদি জন্মকালীন রাশিচক্রে স্বক্ষেত্রে থাকে এবং যদি উচ্চস্থ থাকে তা হলে মান-সম্মান, প্রভাব-প্রতিপত্তি সব ঠিক থাকে।

২. বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ হলে যে কোনও মানুষের সম্মানের উচ্চ শিখরে বাস করে।

এবার হস্তরেখা বিচার দেখে নেওয়া যাক

১. রবি রেখা যদি সোজা আঙুল থেকে নীচে মণিবন্ধ পর্যন্ত নেমে আসে, তা হলে তিনি ভাগ্যবান। যশ, অর্থ, সম্মানের অধিকারী হয়ে থাকেন।

২. রবি রেখা যদি বেঁকে শনির দিকে আসে, তা হলে তিনি অসম্মানিত হতে পারেন।

৩. যদি কোনও মানুষের রবি রেখা অতি ছোট থাকে বা না থাকে, তবে তিনি কখনও সুনাম অর্জন করতে পারবেন না।

৪. রবি রেখা যদি ভাগ্য রেখা পর্যন্ত আসে, জাতকের যথেষ্ট সম্মান প্রাপ্তি হয়।

৫. রবি রেখা যদি কেতুর স্থান পর্যন্ত নেমে আসে, তবে জাতকের প্রচুর সম্মান প্রাপ্তি ঘটে থাকে।

৬. যদি পিতৃ রেখা যুগ্ম দৃষ্ট হয়, তবে জাতক প্রচুর সম্মানের অধিকারী হন।

৭. রবি রেখা যদি তরঙ্গায়িত হয়, তা হলে জাতক পণ্ডিত হলেও মান-সম্মানের অসুবিধা হতে পারে।

Advertisement
আরও পড়ুন