Astrological Tips

প্রেমের কথা বলতে গিয়ে তুতলে যান না কি কাছের মানুষকে হারাতে ভয়? জানুন জ্যোতিষ কী বলছে

যাঁরা ভীতু প্রকৃতির হন, তাঁদের বিভিন্ন জিনিসে ভয় থাকে। রাশি অনুযায়ী জাতক-জাতিকারা কোন জিনিসে বেশি ভয় পান তার উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ২০:২৯
According to astrology what is your greatest fear in life

আপনি ভীতু না কি সাহসী? ছবি: সংগৃহীত।

সব মানুষই স্বভাব বা প্রক়ৃতির দিক থেকে আলাদা হন। কেউ খুব সাহসী, কেউ আবার খুব ভীতু প্রকৃতির হন। যাঁরা ভীতু প্রকৃতির হন, তাঁদের বিভিন্ন জিনিসে ভয় থাকে। কেউ কাছের মানুষকে হারানোর ভয় পান, কেউ প্রেমে পড়তে ভয় পান, কেউ আবার কোনও ব্যক্তিকে খুবই ভয় পান। রাশি অনুযায়ী জাতক-জাতিকারা কোন জিনিসে বেশি ভয় পান, তার উল্লেখ আছে জ্যোতিষশাস্ত্রে।

Advertisement

কোন রাশির মানুষ কিসে বেশি ভয় পান?

মেষ

এই রাশির জাতক-জাতিকারা কোনও জিনিস বা ব্যক্তি সব কিছুকেই হারানোর ভয় পান। এঁরা জীবন থেকে কোনও কিছুকেই হারাতে চান না।

বৃষ

এই রাশির জাতক-জাতিকারা অপমানজনক পরিস্থিতিকে ভীষণ ভাবে ভয় পান। কারও ছোট-বড় কথা এঁরা একদম সহ্য করতে পারেন না।

মিথুন

এই রাশি জাতক-জাতিকারা বন্ধু হারানোর ভয় পান।

কর্কট

এই রাশির জাতক-জাতিকারা একাকিত্বকে ভীষণ ভাবে ভয় পান। এঁদের কাছে একা থাকা শাস্তির সমান।

সিংহ

এই রাশির জাতক-জাতিকারা একাকিত্বকে ভয় পান।

কন্যা

এই রাশির জাতক-জাতিকারা ভালবাসা হারানোর ভয় পান। কেউ তাঁদের ভালবাসেন না। এ কথা ভাবলেই শিউরে ওঠেন তাঁরা।

তুলা

দুর্বলতার সুযোগ নিয়ে যদি কেউ তাঁদের ঠকান, সেই ভয়ে অস্থির হয়ে থাকেন তুলা রাশি জাতক-জাতিকারা।

বৃশ্চিক

এই রাশির জাতক-জাতিকারা জীবনে সাংঘাতিক কোনও দুর্ঘটনা ঘটার ভয় পান। এঁদের মধ্যে সব সময়ে এই ভয় কাজ করে।

ধনু

এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা প্রকৃতির হন। তাই স্বাধীনতায় কারোর হস্তক্ষেপ ব্যাপারটাকে খুব ভয় পান এঁরা।

মকর

এই রাশির জাতক-জাতিকারা কাছের মানুষদের হারিয়ে ফেলার ভয় পান। কাছের মানুষকে কোনও ভাবে কষ্ট দিয়ে ফেললেও খুব ভীত হয়ে পড়েন এঁরা।

কুম্ভ

এই রাশির জাতক-জাতিকাদের প্রেমে পড়ার ভয় সব সময়ে কাজ করে। প্রেমের নাম শুনলেই ঘাবড়ে যায় এঁরা।

মীন

এই রাশির জাতক-জাতিকারা প্রেম হারিয়ে ফেলার ভয় পান। প্রেমে প্রত্যাখানের ভয়ও এদের ভীষণ ভাবে থাকে।

Advertisement
আরও পড়ুন