Astrological Tips

এপ্রিল সবার জন্য ভাল নয়, তবে ঠিক সময়টা জানা থাকলে উচ্চশিক্ষায় শুভযোগ

এপ্রিল মাস কোনও রাশির জাতক-জাতিকাদের শিক্ষা লাভের জন্য বিশেষ ভাবে শুভ, আবার কারও জন্য অশুভ। এমনই বলছে জ্যোতিষশাস্ত্র।

Advertisement
সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৩ ১৬:৪৭
Astrological tips for the students, to be followed during the month of April

শিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাস কাদের জন্য ভাল যাবে না? ছবি: সংগৃহীত।

বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে এপ্রিল মাসে বিদ্যাশিক্ষার ক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন ঘটবে। কোনও কোনও রাশির জাতক-জাতিকার শিক্ষালাভের জন্য এই মাস খুবই শুভ হবে, আবার কোনও রাশি এই মাসে শিক্ষায় খুব একটা উন্নতি করতে পারবে না। জ্যোতিষশাস্ত্রে তাই শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের উল্লেখ আছে।

Advertisement

মেষ রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহ শুভ হলেও মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে। এই সময়টা শিক্ষার্থীদের জন্য খুব একটা শুভ হবে না। তাই শিক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় কাজ মাসের প্রথমেই সেরে ফেলা ভাল। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মাসের শুরুতেই উদ্যোগী হতে হবে।

বৃষ রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ হবে। এ ছাড়া উচ্চশিক্ষার ক্ষেত্রে সমগ্র মাসই শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে এপ্রিল মাসের প্রথম তিন সপ্তাহ শুভফল প্রাপ্ত হলেও শেষ সপ্তাহে শুভফল প্রাপ্তির সম্ভাবনা কম। তবে এই মাস উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ।

কর্কট রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহ শুভ হলেও মধ্যবর্তী দুই সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ বাদ দিলে সমগ্র মাসই শুভফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্ত হলেও মাসের শেষ সপ্তাহে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহের পর শুভফল প্রাপ্তির সম্ভাবনা বেশি।

তুলা রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্র শুভ। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্র মধ্যম।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্র শুভ। তবে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ হলেও মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে।

ধনু রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে এই মাস শুভ। তবে মাসের শেষ সপ্তাহে বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য ফলের পরিবর্তন ঘটবে।

মকর রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি। তবে উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ হলেও মাসের শেষ সপ্তাহে ফলের পরিবর্তন ঘটবে।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম সপ্তাহ বাদ দিলে পরবর্তী সময় শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রও শুভ।

মীন রাশির জাতক-জাতিকাদের বিদ্যাশিক্ষার ক্ষেত্রে খুব একটা শুভফল প্রাপ্তির সম্ভাবনা নেই। উচ্চ শিক্ষার ক্ষেত্রও মধ্যম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement