Astrology Tips

কোন লগ্নের শুভ গ্রহ কী এবং কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই

জ্যোতিষশাস্ত্রে শুভ ও অশুভ গ্রহের নির্দিষ্ট ব্যাখ্যা আছে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৩ মে ২০২৪ ১৪:৫৭
According to Astrology there are interpretations of auspicious and inauspicious planets and gemstones

—প্রতীকী চিত্র।

জ্যোতিষশাস্ত্র মতে শুভ গ্রহ, শুভ ফল দেয় এবং অশুভ গ্রহ সর্বদা অশুভ ফল দাতা, তা কিন্তু নয়। কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ, যেমন বৃহস্পতি হতে পারে অশুভ, বা অশুভ গ্রহ, যেমন শনি বা মঙ্গল হতে পারে শুভ ফল দাতা গ্রহ। এই সঙ্গে বলি, যে কোনও লগ্নের জাতক জাতিকা যে কোনও গ্রহের রত্ন ধারণ করতে পারে না।

Advertisement

কোন লগ্নের কোন গ্রহ শুভ, কোন গ্রহের রত্ন ধারণে বাধা নেই?

মেষ লগ্নের শুভ গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল। বৃহস্পতির রত্ন ধারণে বাধা না থাকলেও মঙ্গলের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

বৃষ লগ্নের শুভ গ্রহ শনি এবং শুক্র। শনির রত্ন ধারণে বাধা না থাকলেও শুক্রের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

মিথুন লগ্নের শুভ গ্রহ শনি এবং বুধ। বুধের রত্ন ধারণে বাধা না থাকলেও শনির রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

কর্কট লগ্নের শুভ গ্রহ চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্রের রত্ন ধারণে বাধা না থাকলেও বৃহস্পতির রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

সিংহ লগ্নের শুভ গ্রহ রবি এবং মঙ্গল। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনও বাধা নেই।

কন্যা লগ্নের শুভ গ্রহ বুধ এবং শুক্র। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনও বাধা নেই।

তুলা লগ্নের শুভ গ্রহ শুক্র এবং বুধ। বুধের রত্ন ধারণে বাধা না থাকলেও শুক্রের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

বৃশ্চিক লগ্নের শুভ গ্রহ মঙ্গল এবং চন্দ্র। চন্দ্রের রত্ন ধারণে বাধা না থাকলেও মঙ্গলের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

ধনু লগ্নের শুভ গ্রহ বৃহস্পতি এবং রবি। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনও বাধা নেই।

মকর লগ্নের শুভ গ্রহ শনি, শুক্র এবং বুধ। শনি এবং শুক্রের রত্ন ধারণে বাধা না থাকলেও বুধের রত্ন ধারণের ক্ষেত্রে সূক্ষ্ম বিচার প্রয়োজন।

কুম্ভ লগ্নের শুভ গ্রহ শনি এবং শুক্র। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনও বাধা নেই।

মীন লগ্নের শুভ গ্রহ বৃহস্পতি এবং মঙ্গল। উভয় গ্রহের রত্ন ধারণে তেমন কোনও বাধা নেই।

Advertisement
আরও পড়ুন