Health

Stomach Pain After Eating: খাওয়ার পর প্রায়ই পেটে ব্যথা করে? কী কারণ থাকতে পারে এর পিছনে

খাওয়ার পর পেটে ব্যথার লক্ষণ স্বাভাবিক নয়। প্রায় এমন হলে জেনে নেওয়া জরুরি এর আসল কারণ।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২২ ১৮:৪২
খাওয়ার পরে পেটে ব্যথা করা কিন্তু স্বাভাবিক কোনও ব্যাপার নয়।

খাওয়ার পরে পেটে ব্যথা করা কিন্তু স্বাভাবিক কোনও ব্যাপার নয়। ছবি- সংগৃহীত

প্রচণ্ড খিদে পেলে বা অনেক ক্ষণ না খেয়ে থাকলে অনেক সময় পেট ব্যথা করে। কিন্তু মাঝেমাঝে আবার দেখা যায়, খাওয়ার পরেও পেট ব্যথা করছে। অনেকেই এই লক্ষণ খাবারের গোলমাল বলে এড়িয়ে যান। তবে খাওয়ার পরে পেটে ব্যথা করা কিন্তু স্বাভাবিক কোনও ব্যাপার নয়। এ রকম হলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে তার জেনে নেওয়া প্রয়োজন কেন খাওয়ার পরে ব্যথা করে পেটে?

বেশি খাওয়া হয়ে গেলে

Advertisement

স্বাভাবিক পরিমাণের তুলনায় বেশি খাওয়া হলে পেট ব্যথা করতে পারে। পাকস্থলী একটি নির্দিষ্ট পরিমাণের খাবার ধারণ করতে পারে। খাবারের পরিমাণ তার চেয়ে বেশি হলে পেটের ভিতরে অস্বস্তি ও যন্ত্রণা হয়।

তাড়াতাড়ি খেলে

খাওয়ার পর পেট ব্যথার অন্য একটি কারণ হল দ্রুত খাওয়া। তাড়াতাড়ি খাওয়ার সময়ে খাবারের সঙ্গে অতিরিক্ত বাতাসও শরীরে প্রবেশ করে। প্রয়োজনের অতিরিক্ত জিনিস শরীরে প্রবেশ করার ফলে গ্যাস, পেট ফাঁপা, পেট ফুলে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয়। সেই কারণে পেটে ব্যথা করে।

ঠিক মতো হজম না হলে

কফি, অ্যালকোহল, মশলাদার খাবার অতিরিক্ত খাওয়ার ফলে বদহজম হওয়ার আশঙ্কা থাকে। এই খাবারগুলি হজম হতেও সময় নেয়। ফলে পেট ফুলে যাওয়া, বমি ভাবের মতো কিছু সমস্যা দেখা দেয়।

Advertisement
আরও পড়ুন