Covid-19: সাধারণ গলাব্যথা এবং কোভিড সংক্রমণে গলাব্যথার তফাত বুঝবেন কী ভাবে

ঋতু পরিবর্তনের কারণেও ঠান্ডা লেগে গলা ব্যথা হতে পারে। তবে করোনার কারণে গলাব্যথার সঙ্গে আলাদা করবেন কী ভাবে?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২২ ১২:৩৭
কোভিডের কারণে গলা ব্যথার ধরনটা কিন্তু আলাদা হবে।

কোভিডের কারণে গলা ব্যথার ধরনটা কিন্তু আলাদা হবে। ছবি: সংগৃহীত

করোনার চোখরাঙানিতে ফের বাড়ছে উদ্বেগ। টানা চার দিন দেশে কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ১৮ হাজারের উপর। চলতি বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ হ্রাস পেলেও গত এক মাসে আক্রান্ত হয়েছেন অনেকেই। তবে করোনার উপসর্গগুলি ঠান্ডা লাগার মতোই। বেশির ভাগ ক্ষেত্রেই সর্দি-কাশি, গলাব্যথা, ক্লান্তি, বুকে ব্যথা, মাথাব্যথার মতো কিছু সাধারণ এবং মৃদু উপসর্গ দেখা দিচ্ছে। আর সমস্যার সৃষ্টি হচ্ছে এখানেই। শারীরিক এই উপসর্গগুলিকে অনেকেই সাধারণ ঠান্ডা লাগা ভাবা ভেবে এড়িয়ে যাচ্ছেন। চিকিৎসকরা সতর্ক করেছেন, এই পরিস্থিতিতে ঠান্ডা লাগার মতো যে কোনও উপসর্গ এড়িয়ে যাওয়া উচিত হবে না। এমনকি, গলাব্যথার মতো সমস্যাও নয়। কোভিডে গলাব্যথাও অন্যতম উপসর্গ।

ঠান্ডা লেগেও হতে পারে গলাব্যথা। তবে কোভিডের কারণে গলা ব্যথার ধরনটা কিন্তু আলাদা হবে।

Advertisement

১) কোভিডের কারণে গলাব্যথা হলে গলার কাছে কিছু আটকে আছে বলে মনে হবে। খাবার গিলতে কষ্ট হবে। সব সময় গলা শুকিয়ে আসবে।

২) ঠান্ডা লেগে গলাব্যথা হলে শুধু গলায় নয়, অনেক সময় মাড়িতেও ব্যথা হয়।

৩) কোভিডের গলাব্যথা সাধারণত পাঁচ দিনের বেশি থাকে না। পাঁচ দিনের বেশি গলা ব্যথা থাকলে তা অন্য কোনও কারণে হয়েছে ধরে নেওয়া যেতে পারে।

৪) ঠান্ডা লাগার কারণে গলাব্যথা একই রকম থাকে না। কখনও খুব বেশি হয়। আবার মাঝেমাঝে কম থাকে।

৫) গরম পানীয় বা খাবার খেলেও কোভিড সংক্রমণের গলাব্যথা অনেক সময় কমতে চায় না। অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ এই ধরনের গলাব্যথাকে জব্দ করতে পারে। ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লেগে গলাব্যথা হলে গরম জল বা গরম কোনও পানীয় খেলে অনেক সময় ব্যথা কমে যায়।

আরও পড়ুন
Advertisement