Durga Puja 2024

সারা বছর দেবী দুর্গার কৃপা পেতে চান? নবমীর দিন কয়েকটি সহজ টোটকা মেনে চলুন

মা দুর্গার কৃপা আমাদের উপর যাতে সারা বছর থাকে, তাঁর জন্য নবমীর দিন কয়েকটি সহজ টোটকা মেনে চলতে পারেন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ ০৬:৫৬
Do these rituals on Navami for better luck

—প্রতীকী ছবি।

মা বছরে একবার আসেন। কিন্তু তাঁর কৃপা আমাদের উপর যাতে সারা বছর থাকে, তাঁর জন্য নবমীর দিন কয়েকটি সহজ টোটকা মেনে চলতে হবে। এই টোটকাগুলি মানতে পারলে সারা বছর ভাল কাটবে।

Advertisement

টোটকা

১) নবমীর দিন যদি সম্ভব হয় তা হলে, পাঁচ বছরের নীচে ন’জন কন্যাশিশুকে বাড়িতে বসিয়ে তাদের পছন্দমতো খাবার খাওয়ান এবং সাধ্যমতো উপহার দিন। তবে খাবারটা যেন অবশ্যই নিরামিষ হয়। শিশুদের যখন খাবার পরিবেশন করবেন, তখন অবশ্যই নিজের মাথা ঢেকে রাখতে হবে।

২) নবমীর দিনে বাড়িতে অবশ্যই দুর্গা স্তোত্র পাঠ করুন।

৩) নবমীর দিন একটি ন’মুখী রুদ্রাক্ষ মায়ের চরণে ছুঁইয়ে নিজের শরীরে ধারণ করুন।

৪) নবমীর পুজোর সময় যে হোম করা হয়, সেই হোমের ছাই এনে একটি ছোট মাটির ঘটে করে বাড়ির যে কোনও পবিত্র স্থানে রেখে দিন।

৫) এই দিন অঞ্জলি দেওয়ার সময় মাকে অপরাজিতা এবং পদ্ম নিবেদন করুন।

৬) নবমী বা দেবীপক্ষ চলাকালীন বাড়িতে শঙ্খ কিনে আনা অত্যন্ত শুভ বলে মানা হয়। তাই সম্ভব হলে এ দিন একটি শঙ্খ কিনুন।

৭) নবমীর দিন পাঁচটি গোলাপের পাপড়ির দু’পাশে মধু মাখিয়ে দুর্গা দেবীর সামনে গিয়ে রেখে আসুন। শুভ ফল পাবেন।

৮) দেবীপক্ষ চলাকালীন কালো কাপড়ে মুড়ে কিছুটা ফটকিরি বিছানার নীচে রেখে দিন। সঙ্গে বাড়ির যে কোনও জায়গায় কাচের পাত্রে কিছুটা ফটকিরি রেখে দিন।

৯) এই দিন হলুদ রঙের সুতো মায়ের চরণে ছুঁইয়ে ন’পাকে বেঁধে হাতে পড়ুন।

১০) নবমীর দিন মায়ের কাছে ন’রকম ফুল, ফল ও মিষ্টি অর্পণ করুন।

১১) এই দিন মায়ের কাছে ১০৮টি বেলপাতা ও পদ্ম নিবেদন করুন।

১২) নবমীর দিন ভুল করেও লাউ খাবেন না।

১৩) এই দিন কালো রঙের পোশাক পরবেন না।

আরও পড়ুন
Advertisement