shilpa shetty

Shilpa Shetty: কোন ফল খেলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, হদিশ দিলেন শিল্পা শেট্টি

কামরাঙায় রয়েছে অ্যালাজিক অ্যসিড, এই উপাদান খাদ্যনালির ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১২:১১
শিল্পা জানিয়েছেন কামরাঙা ভিটামিন সি এর একটি দুর্দান্ত উত্স এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে ফল।

শিল্পা জানিয়েছেন কামরাঙা ভিটামিন সি এর একটি দুর্দান্ত উত্স এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে ফল। ছবি: সংগৃহীত

শিল্পা শেট্টির স্বাস্থ্য সচেতনতা কতটা, তা আর বলার অপেক্ষা রাখে না। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে যোগাভ্যাস এবং সুসম খাদ্য সম্পর্কে অনুপ্রেরণামূলক হাজারও ভিডিও এবং পোস্ট রয়েছে। সম্প্রতি, অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তাঁকে নিজের বাগান থেকে সরাসরি ফল তুলতে দেখা যায়।

ক্যাপশনে, তিনি লিখেছেন, “সবাই জানে ফল তোলার প্রতি আমার কত আগ্রহ। তাই, আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না , গতকাল আমার বাগানের বেশ কিছু ফল তুলে আনলাম।

ভিডিওতে, অভিনেত্রীকে গাছ থেকে ফল তুলে সরল আনন্দ উপভোগ করতে দেখা গেছে। গাছ থেকে কয়েকটি কামরাঙা তুলে তিনি উত্সাহ সহকারে বললেন, ‘‘আমি এগুলি চাট মশলা বা গোলাপি লবণ দিয়ে খাব।’’

Advertisement

বলিউড তারকার মতে, যদি আপনি নিজের হাতে কোনও চারাগাছ রোপণ করেন এবং সেটি ধীরে ধীরে বড় হয়ে ওঠে এবং ফল দেয়, সে এক অদ্ভুত অনুভূতি। এই অনুভূতির কোনও তুলনা হয় না।

তিনি আরও লিখেছেন কামরাঙা ভিটামিন সি এর একটি দুর্দান্ত উত্স এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে ফল। গোলাপি লবণ দিয়ে খেলে এর স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। তবে আপনার কোন কিডনি-সম্পর্কিত অসুস্থতা থাকে তবে দয়া করে এটি এড়িয়ে চলুন, সতর্ক করেছেন অভিনেত্রী।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

খাদ্যতালিকায় কেন রাখবেন এই ফল?

১) ডায়াবিটিস, কোলেস্টেরল, হাইপারটেনশন ইত্যাদি আটকাতে কামরাঙার রস যথেষ্ট উপকারী।

২) কামরাঙা ভিটামিন বি৯ অর্থাৎ ফলিক অ্যাসিডে ভরপুর । হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়।

৩) কোলেস্টেরলের সমস্যা থাকলে খাদ্যতালিকায় অবশ্যই রাখুন এই ফল।

৪) কামরাঙায় রয়েছে অ্যালাজিক অ্যসিড, এই উপাদান খাদ্যনালির ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

৫) কামরাঙার পাতা ও কচি ফলের রসে আছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।

৬) শীতের মরসুমে সর্দিকাশি দূর করতেও দারুণ উপকারী কামরাঙা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই ফল খেতে পারেন।

৭) কামরাঙা চুল ও ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করে।

৮) ব্রণর সমস্যা আটকাতে কামরাঙা বেশ উপকারী।

তবে এই ফলটি অর্থাৎ কামরাঙা খাওয়ার ক্ষেত্রে এই ভুলগুলি কখনই করবেন না

১) খালি পেটে কখনই খাবেন না।

২) ডায়েরিয়া হলে কামরাঙা খাওয়া চলবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement