Osteoporosis after Menopause

ঋতুচক্র বন্ধের পর দ্রুত ক্ষয়ে যায় হাড়! তা প্রতিরোধ করতে কোন বিষয়ে নজর দিতে হবে?

ইস্ট্রোজেন উৎপাদনের হার কমতে শুরু করলে ক্যালশিয়াম শোষণ করার যে স্বাভাবিক প্রক্রিয়া তার গতিও শ্লথ হয়ে যেতে থাকে। ফলে হাড়ও দুর্বল হয়ে পড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৪ ১৮:১৭
How to prevent Osteoporosis risk in women after menopause

হাড়ের ক্ষয় রুখবেন কী ভাবে? ছবি: সংগৃহীত।

সাধারণত মহিলাদের ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে রজোনিবৃত্তি হয়। ঋতুচক্র স্থায়ী ভাবে বন্ধ হওয়ার সময়ে শারীরিক এবং মানসিক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ, ইস্ট্রোজেন উৎপাদনের হার এই সময় থেকেই কমতে শুরু করে। যার ফলে খাবার থেকে ক্যালশিয়াম শোষণ করার যে স্বাভাবিক প্রক্রিয়া, তার গতিও শ্লথ হয়ে যেতে থাকে। ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়লে হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে থাকে।

Advertisement

চিকিৎসকেরা বলছেন, এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালশিয়াম থাকা প্রয়োজন। কিন্তু সন্তান প্রসব কিংবা রজোনিবৃত্তির পর হরমোনের হেরফেরে শরীর থেকে ক্যালশিয়ামের পরিমাণ লক্ষণীয় ভাবে হ্রাস পেতে থাকে। ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে। রজোনিবৃত্তির পর এই সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। ফলে হাড় দুর্বল হয়ে ভেঙে যাওয়ার প্রবণতাও বেড়ে যায়।

এই সমস্যা থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ক্যালশিয়ামের ঘাটতি পূরণ করতে দুধ বা দুগ্ধজাত খাবারই একমাত্র ভরসা। এ ছাড়া ডিম, মাছ, মাংস, বিন্‌স কিংবা বাঁধাকপির মধ্যেও ক্যালশিয়াম রয়েছে। হাড় ভাল রাখতে ক্যালশিয়ামের পাশাপাশি শরীরে ভিটামিন ডি বা ফসফরাসের মতো খনিজের অভাব যাতে না ঘটে, সে খেয়ালও রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন