Padabhyanga

‘পদভঙ্গ’ কী জানেন? অনিদ্রা থেকে শুষ্ক ত্বকের সমস্যা, সবের সমাধান মিলবে কোন অভ্যাসে?

রাতে ঘুমের আগে নিজের জন্য সময় বার করে পায়ের পাতায় গরম ঘি বা তেল মালিশ করতে পারলে অনিদ্রা-সহ অনেক সমস্যাই কাবু হতে পারে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৫৭
Symbolic image of Foot Massage

ঘুমোনোর আগে পায়ের জন্য ‘পদভঙ্গ’। ছবি- সংগৃহীত

‘পদভঙ্গ’ কথাটির অর্থ হল পায়ের পাতা মালিশ করা। নাম শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে, সাধারণ ভাবে পায়ে তেল মাখার মতো এই মালিশ নয়। তেল মালিশ করলে শরীরে রক্ত সঞ্চালন বাড়ে। সেরে যায় পেশির ব্যথা। কিন্তু আলাদা আলাদা করে শরীরের বিভিন্ন জায়গায় তেল মালিশ করার সময় যদি না থাকে, সে ক্ষেত্রে কী করবেন?

Advertisement

রাতে ঘুমোতে যাওয়ার ১০ থেকে ১৫ মিনিট আগে নিজের জন্য সময় বার করে পায়ের পাতায় গরম ঘি বা তেল মালিশ করতে পারলেই অনিদ্রা-সহ এমন অনেক রোগকেই কাবু করতে পারে এই অভ্যাস। পায়ের মালিশের জন্য সর্ষের তেল ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল হয়। এ ছাড়া চাইলে খাঁটি দেশি ঘি ব্যবহার করা যায়।

কী ভাবে করবেন এই মালিশ?

১) মালিশ শুরু করার আগে গাঢ় রঙের মোজা বা তোয়ালে হাতের কাছে রাখুন।

২) ঘি হালকা গরম করে নিন। ঘি দিতে না চাইলে সর্ষের তেলও দিতে পারেন।

৩) পায়ের পাতায় ভাল করে মালিশ করে নিন।

৪) পাতার তলায় বিভিন্ন প্রেশার পয়েন্টগুলিতে চাপ দিয়ে মালিশ করুন।

৫) গোড়ালির তলায় এবং পায়ে আলতা যেখানে পরেন, সেই অঞ্চলেও চাপ দিন।

৬) সব শেষে গাঢ় রঙের তোয়ালে বা মোজা পরে শুয়ে পড়ুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement