সন্তানের ওজন কম? ছবি- সংগৃহীত
শিশুদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার প্রবণতা নতুন নয়। অস্বাস্থ্যকর খাদ্যাভাস এবং শরীরচর্চার অভাবে স্থূলতার সমস্যা এখন ঘরে ঘরে। তবে ব্যতিক্রম হলেও বাড়ার বয়সে ওজন কম বা শীর্ণকায় চেহারার শিশুর সংখ্যা কিন্তু কম নয়। চিকিৎসকদের মতে, শিশুরা রোগা বা তাদের দেহের কাঠামো সরু হওয়ার মানেই তাকে ‘রোগা’ বলে সম্বোধন করা যায় না।
শিশুর বয়স এবং ওজন অনুযায়ী ‘বডি মাস ইনডেক্স’ বা ‘বিএমআই’ যদি ৫-এর নীচে হয়, তখন তার চেহারা নিয়ে অভিভাবকদের চিন্তা হতে পারে। তবে তার জন্য সব সময়ে যে বিশেষ কোনও সমস্যা থাকতে হবে, তা নয়। কখনও পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি খেলে বা শরীরে সব যৌগের পুষ্টি সঠিক মাত্রায় না পৌঁছলে বাচ্চাদের চেহারা এমন হওয়া অস্বাভাবিক নয়।
তবে, গর্ভাবস্থায় থাকাকালীন যদি ভ্রূণ ঠিক ভাবে না বাড়ে, মায়ের শারীরিক কোনও সমস্যা থাকে, সে ক্ষেত্রে জন্মের সময়েই শিশুর ওজন কমে যেতে পারে। এ ছাড়াও মাথায় রাখতে হবে যে, অন্তর্নিহিত শারীরিক কোনও কারণ ছাড়াও কিন্তু শিশুদের ওজন কম হতেই পারে। পুষ্টিবিদদের মতে, এমন গঠন পারিবারিক ইতিহাস বা জিনে থাকে, সে ক্ষেত্রেও চিন্তার কোনও কারণ নেই।