রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি। —ফাইল চিত্র।
রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি-র ওয়েবসাইটে খুলতেই ভেসে উঠছে হিন্দিতে লেখা বিভিন্ন পরিষেবার তালিকা। যা দেখে রীতিমতো হইচই পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। মঙ্গলবার এই ঘটনা প্রকাশ্যে আসার পরে প্রতিবাদে সরব হয়েছে তামিলনাড়ু সরকার ও সে রাজ্যের একাধিক বিরোধী দল। প্রতিবাদের মুখে ঘটনাটিকে ‘যান্ত্রিক ত্রুটি’ হিসেবে ব্যাখ্যা করেছে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থাটি।
নরেন্দ্র মোদী সরকারের আমলে বিশেষত দক্ষিণের রাজ্যগুলিতে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও পরিষেবার ক্ষেত্রে স্থানীয় ভাষার বদলে ‘জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার’ অভিযোগ তুলে বেশ কয়েক বছর ধরেই সরব ডিএমকে, এডিএমকে-সহ দক্ষিণের রাজনৈতিক দলগুলি। একাধিক বার বিষয়টি নিয়ে সরাসরি কেন্দ্রের দিকে আঙুল তুলেছে তারা। তার পরেও মঙ্গলবারের এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে বিষয়টিকে ‘ভাষা-সন্ত্রাস’ আখ্যা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি বলেন, “দেশজুড়ে বিভিন্ন ভাষাভাষি মানুষদের উপরে জোর করে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।”
বিভিন্ন মহলের সমালোচনার মুখে এ দিন দুপুরের দিকে এলআইসি-র তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘কর্পোরেট ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটির কারণে ভাষাজনিত সমস্যা দেখা গিয়েছিল। সমস্যার সমাধান করা হয়েছে। এখন থেকে গ্রাহকেরা হিন্দি ও ইংরেজিতে পরিষেবা পাবেন।’ বিবৃতি জারির পরেও বেশ কিছু সময় ধরে ওয়েবসাইটে হিন্দি ভাষায় লেখা না সরায় সরব হন বহু গ্রাহক। পরে অবশ্য ভাষাজনিত সমস্যা মিটে গিয়েছে।