Ear Pain

শীত আসার আগেই কানে ব্যথায় ভুগছেন? ঘরোয়া ৩ টোটকায় লুকিয়ে উপশম

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১১:০৩
কানের যত্ন নেওয়া জরুরি।

কানের যত্ন নেওয়া জরুরি। ছবি: সংগৃহীত।

শীতকাল এলেই কানে ব‍্যথায় কাবু হয়ে পড়েন অনেকেই। কোনও ভাবেই ব‍্যথার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না। তাই শীতকাল অনেকের কাছেই একরাশ আতঙ্ক বয়ে নিয়ে আসে। এই ব‍্যথা কান থেকে ছড়ায় মাথায়। তখন ব্যথার তীব্রতা দ্বিগুণ হয়। কোনও ভাবেই সহ্য় করা যায় না। অনেকেই তখন ভরসা রাখেন ওষুধে। তবে ব্যথার ওষুধ কম খাওয়া জরুরি। তার চেয়ে ঘরোয়া টোটকার দ্বারস্থ হওয়া যেতে পারে। রইল তেমনই কয়েকটি ঘরোয়া টোটকার খোঁজ।

Advertisement

১) অলিভ অয়েল

কানে ব্যথা সারাতে ভাল কাজ করে অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ ঢেলে দিন। অথবা অলিভ অয়েলে তুলোয় ভিজিয়ে কানের ফুটোয় চেপে রাখুন। এতে ব্যথা অনেকটা কমে। তা ছাড়া অলিভ অয়েল অত্যন্ত উপকারী।

২) রসুন

যে কোনও রকম ব্যথা বেদনা উপশমে ভাল কাজ করে রসুন। দুই টেবিল চামচ তিলের তেলের মধ্যে এক চা চামচ থেঁতো করা রসুন দিয়ে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। ব্যথা কমে যাবে।

৩) পেঁয়াজ

পেঁয়াজ রস গরম করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। অথবা পেঁয়াজ থেঁতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে থাকুন। তাতে ব্যথা কমবে। স্বস্তি মিলবে দ্রুত।

Advertisement
আরও পড়ুন