Bottle

Glass Vs Stainless Steel Bottle: কাচ না কি স্টিল? কোন বোতলে জল খাওয়া বেশি স্বাস্থ্যকর

অনেকে কাচের বোতলে জল খান। বেশি ক্ষণ ঠান্ডা থাকবে বলে কেউ স্টিলের বোতলেও জল খান। চিকিৎসকদের মতে কোনটি বেশি উপকারী?

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০২২ ১৪:১০

ছবি: সংগৃহীত

এই গরমে ভিতর থেকে আর্দ্র থাকাটা অত্যন্ত জরুরি। শরীরে জলের অভাব ঘটলে নানা রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। শরীর সুস্থ রাখতে জলের বিকল্প নেই। সারা দিনে অন্তত ৭-৮ লিটার জল খাওয়া বাধ্যতামূলক। বিশেষ করে হিটস্ট্রোক এড়াতে বেশি করে জল খাওয়া অত্যন্ত জরুরি। মাথার উপর চড়া রোদ থাকলেও পেশাগত কারণে বাইরে বেরোতে হয় অনেককেই। বাড়িতে থাকলে যে পরিমাণ জল খাওয়া হয় বাইরে বা অফিসে থাকলে জল খাওয়ার পরিমাণ কিছুটা হলেও কমে যায়। চিকিৎসকরা সব সময়ই সঙ্গে একটি জলের বোতন রাখার পরামর্শ দিচ্ছেন। অনেকের কাছেই জলের বোতল থাকে। কেউ কাচের বোতলে জল খান। আবার বেশিক্ষণ ঠান্ডা থাকে বলে স্টিলের গ্লাসে জল খেতে বেশি পছন্দ করেন। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোন বোতলটি বেশি উপকারী?

Advertisement

চিকিৎসকরা বলছেন, স্টিলের বোতলের চেয়ে কাচের বোতল শরীরের জন্য বেশি উপকারী। কাচ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। তবে ভেঙে যাওয়ার আশঙ্কা ছাড়া কাচের বোতল ব্যবহারযোগ্য। কাচের বোতলে জল খেলে শরীরে ক্ষতি হওয়ার আশঙ্কা কম। অন্য দিকে বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি স্টিলের বোতলের অত্যধিক ব্যবহার স্বাস্থ্যকর নয়। জলের সংস্পর্শে থাকার ফলে স্টিল ক্ষয়ে জলের মাধ্যমে শরীরে প্রবেশ করে। স্টিলের বোতল কেনার আগে খেয়াল রাখুন তা যেন প্লাস্টিক বর্জিত হয়। কিছু কিছু স্টিলের বোতলের এক অংশ হয়তো প্লাস্টিক। তেমন হলে সেই পাত্র থেকে জল খাওয়া আরও ক্ষতিকর।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন