Viagra

Alzheimer's: অ্যালঝাইমার্সে বিশল্যকরণী হতে পারে যৌনশক্তি বর্ধক ওষুধ! চমকপ্রদ তথ্য উঠে এল গবেষণায়

যৌন ক্ষমতা বৃদ্ধিকারক ওষুধের ব্যবহারেই বহুলাংশে হ্রাস পায় অ্যালঝাইমার্সের মতো স্নায়ুরোগের আশঙ্কা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২১ ১৬:২৬
বিস্ময়কর হলেও সত্যি

বিস্ময়কর হলেও সত্যি ছবি: সংগৃহীত

লিঙ্গ শিথিলতা কমাতে বা যৌনক্ষমতা বৃদ্ধি করতে ওষুধের ব্যবহার নতুন নয়। পরিসংখ্যান বলছে, যৌনশক্তি বর্ধক হিসেবে সর্বাধিক জনপ্রিয় ওষুধ 'ব্লু পিল'। ব্লু পিলের জেনেরিক নাম 'সিলডেনাফিল'। আর এই ওষুধের ব্যবহারেই বহুলাংশে হ্রাস পায় অ্যালঝাইমার্সের মতো স্নায়ুরোগের আশঙ্কা।

Advertisement
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

আমেরিকায় প্রায় ৭০ লক্ষ মানুষের উপর করা ক্লিভল্যান্ড ক্লিনিকের এই পরীক্ষায় উঠে আসা তথ্য অনুসারে যৌনশক্তি বর্ধক ওষুধ সিলডেনাফিল ব্যবহারকারীদের মধ্যে এই ভয়ংকর স্নায়ুরোগের সম্ভবনা কমে প্রায় ৬৯ শতাংশ। গবেষকরা জানাচ্ছেন, আমাইলয়েড ও টাউ প্রোটিনকে নিশানা করার সম্ভবনা রয়েছে এমন প্রায় ১৬০০ ওষুধ পরীক্ষা করেছেন তাঁরা। আর তাতেই সবচেয়ে ভাল ফল মিলেছে ব্লু পিলে।

গবেষকদের দাবি স্মৃতিবর্ধক হিসেবে ও স্নায়ু-সংবেদ বাড়াতেও এই ওষুধের ভূমিকা রয়েছে বলে জানা গেছে। এমনকী সংবহনতন্ত্রের সমস্যা, ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা প্রভৃতি রোগ যা অ্যালঝাইমার্সের বিপদ বৃদ্ধি করে, সেগুলিও নিয়ন্ত্রণে থাকে ব্লু পিলের ব্যবহারে। এমনটাই জানাচ্ছেন গবেষকরা।
স্মৃতি লোপ পাওয়ার রোগগুলির মধ্যে সবচেয়ে ভয়ানক বলে পরিচিত অ্যালঝাইমার্স। মস্তিষ্কে কয়েকটি বিশেষ প্রোটিনের সঞ্চয়ের ফলেই এই রোগ সৃষ্টি হয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষণার তথ্য অনুযায়ী ব্লু পিল যেমন এই প্রোটিন গুলিকে নিশানা করে, তেমনই ভাল রাখে মস্তিষ্কের কোষ। তবে এখনই তড়িঘড়ি স্নায়ুরোগ কমাতে এই ধরনের ওষুধ খেতে নিষেধ করছেন গবেষকরা। তাদের মতে, গবেষণায় উঠে আসা তথ্য চমকপ্রদ হলেও, কেন এমন ঘটে তা নিয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। তাই এই সংক্রান্ত আরও গবেষণা প্রয়োজন বলে মত তাদের।

Advertisement
আরও পড়ুন