বিশ্ব জুড়ে শিশুদের মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ছবি- সংগৃহীত
কোভিড, মাঙ্কি পক্সের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে হেপাটাইটিস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) সমীক্ষা অনুযায়ী, বিশ্ব জুড়ে শিশুদের মধ্যে হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। ইতিমধ্যেই ৩৫টি দেশে শিশুদের মধ্যে ব্যাপক হারে ছড়াতে শুরু করেছে এই রোগ।
‘হু’-র মতে, গত চার মাসে ৩৫টি দেশে প্রায় হাজারেরও বেশি শিশু হেপাটাইটিসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে অধিকাংশেরই বয়স পাঁচ বছরের নীচে। বিশেষজ্ঞেরা বলছেন, শিশুদের সুরক্ষিত রাখতে হেপাটাইটিসের পূর্ব লক্ষণগুলি সম্পর্কে অভিভাবকদের অবগত থাকা প্রয়োজন।
শিশুদের মধ্যে কোন লক্ষণগুলি দেখে চিনবেন হেপাটাইটিস?
১) চোখ বা ত্বকের সাদা অংশ হলদে হয়ে যাওয়া।
২) গাঢ় হলুদ রঙের প্রস্রাব।
৩) পেশি এবং গাঁটে ব্যথা।
৪) সারা ক্ষণ ক্লান্ত লাগা।
৫) খিদে না পাওয়া।
৬) পেটে ব্যথা করা।
৭) ধূসর-রঙের মল।
হেপাটাইটিস সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। শিশুকে এই সংক্রমণের হাত থেকে বাঁচানোর সহজ উপায়গুলি জেনে নিন।
১. পরিষ্কার জল খাওয়ান শিশুকে। বাড়িতে বানানো খাবার খাওয়াতে হবে। ফল ও সব্জি পরিষ্কার জলে ভাল ভাবে ধুয়ে তবেই ব্যবহার করুন।
২. শিশুকে খাওয়ানোর আগে নিজের হাত ভাল ভাবে ধুয়ে নিন সাবান এবং জল দিয়ে। শিশুকেও বার বার হাত ধোয়ার অভ্যাস করান।
৩. পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন বাড়ির ভিতর এবং তার চারপাশ।
৪. টিকাকরণ আপনার সন্তানকে হেপাটাইটিস এ সংক্রমণের হাত থেকে সুরক্ষা দিতে পারে।
হেপাটাইটিস এ প্রতিরোধক টিকা কখন নেওয়া যেতে পারে?
এক বছর এবং তার বেশি বয়সি শিশু থেকে শুরু করে যে কেউ হেপাটাইটিস এ প্রতিরোধক টিকা নিতে পারে।