Weight Gain Anxiety

উদ্বেগেই ওজন বাড়ছে অনুরাগকন্যার! বিয়ের আগে লোকের কটূ মন্তব্যে ভেঙে পড়লেন আলিয়া

পডকাস্টের মাধ্যমে আলিয়া কাশ্যপ নিজের ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেন। সম্প্রতি একটি পডকাস্টে আলিয়া জানিয়েছেন, তিনি ইদানীং নিজের ওজন নিয়ে বেশ চিন্তিত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:০৭
Anurag Kashyap & Aaliyah Kashyap.

(বাঁ দিকে) অনুরাগ কাশ্যপ, আলিয়া কাশ্যপ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বিয়ে করতে চলেছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। ইতিমধ্যেই দীর্ঘ দিনের প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে বালিতে ঘুরতে গিয়ে আংটিবদল সেরে ফেলেছেন আলিয়া। সমাজমাধ্যমে পডকাস্টের মাধ্যমে আলিয়া নিজের ব্যক্তিগত জীবন, প্রেমজীবন নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেন। নিজের জীবনের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

Advertisement

সম্প্রতি একটি পডকাস্টে আলিয়া জানিয়েছেন, তিনি ইদানীং নিজের ওজন নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ছেন। ওজন নিয়ে সারা ক্ষণ এই চিন্তা তাঁর মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলছে। ২২ বছর বয়সি আলিয়া বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমি ভীষণ রোগা ছিলাম। আমার বিপাকহারও বেশ ভাল ছিল। অতিরিক্ত রোগা হওয়ায় আমি ছোট থেকেই বেশি করে করে খেতাম। বেশি খেয়েও কোনও লাভ হত না, খেয়েও মোটা হতাম না আমি। ছোটবেলায় আমার মাও এতটাই রোগা ছিলেন, আমি জানতাম এইটা আমার জিনগত।’’

বছর দুয়েক আগে থেকে আলিয়া মানসিক স্বাস্থ্য ভাল রাখার জন্য ওষুধ খেতে শুরু করে। আর সেই ওষুধ খাওয়ার পর থেকেই ওজন বাড়তে শুরু করে তার। আলিয়া বলেন, ‘দেড় বছরে আমার প্রায় ১২ থেকে ১৩ কেজি ওজন বেড়ে গিয়েছে। এটা আমার জীবনের বড় পরিবর্তন। প্রথম প্রথম আমার যখন ওজন বাড়তে শুরু করল তখন আমি খুশিই ছিলাম। তবে পরের দিকে এই কারণে আমার হতাশা শুরু হয়। হ্যাঁ আমি মোটা হতে চেয়েছিলাম, তবে এই ওষুধের প্রভাবে আমার ওজন বেড়েই চলেছে। লোকজন আমার ওজন নিয়ে কথা বলতে শুরু করেছে, যা নিয়ে আমি ভীষণই চিন্তিত। বাড়িতে মালিশ করানোর জন্য আমি এক মহিলাকে ডাকতাম। এক বছর পর তিনি আমাকে দেখে বলেন, ‘‘বাবা রে, তুমি কত মোটা গয়ে গিয়েছ ।’’ মহিলার ওই কথায় আমার কান্না পেয়ে যায়’’

আলিয়া তাঁর অনুরাগীদের কারও ওজন নিয়ে কোনও রকম মন্তব্য করতে বারণ করেন। আলিয়া বলেন, ‘‘আমরা কেউ জানি না যে মানুষটার ওজন নিয়ে আমরা ঠাট্টা করছি তাঁর আদৌ কোনও শারীরিক সমস্যা আছে কি না। কিছু না জেনে শুনে কোনও রকম মন্তব্য না করাই ভাল। এতে তাঁর মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে।’’

Advertisement
আরও পড়ুন