Pallavi Sharma

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘নিমফুলের মধু’র পর্ণার ভুয়ো ছবি, বিরক্ত পল্লবী শর্মা

পল্লবী শর্মাকে এই মুহূর্তে দর্শক দেখছেন ‘নিমফুলের মধু’ সিরিয়ালে। আচমকাই ছড়িয়ে পড়ল নায়িকার ছবি। যা দেখে ক্ষুব্ধ অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ১৭:১২
Pallavi Sharma

পল্লবী শর্মা। ছবি: ফেসবুক।

প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা বাইরে। গরমে নাজেহাল অবস্থা সবার। তার মধ্যেও ১৪ ঘণ্টা শুটিং জারি স্টুডিয়োপাড়ায়। টেলিভিশনে প্রতি দিন এপিসোড সম্প্রচারের চাপ থাকে। ফলে ছুটি নেওয়ার সুযোগ খুবই কম থাকে। গরমের মধ্যেও কী ভাবে শুটিং চালিয়ে যাচ্ছেন তারকারা? এর মধ্যেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের পর্ণার ছবি। শুটিংয়ের ফ্লোরেই শুয়ে পড়েছেন তিনি। অভিনেত্রী পল্লবী শর্মার এমন ছবি দেখে সকলের একটাই মন্তব্য, “শেষে ফ্লোরেই ঘুমোতে হচ্ছে!”

Advertisement

প্রতিটি সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীদের জন্যই বরাদ্দ থাকে মেকআপের আলাদা ঘর। এখন প্রতিটি ফ্লোর থেকে মেকআপের ঘর— সব জায়গাই রয়েছে এসি। ফলে এ ভাবে কেন ফ্লোরে শুয়ে পড়তে হবে, তা নিয়ে খটকা লাগছে অনেকেরই। ছবিটি ছড়িয়ে পড়ার পর আনন্দবাজার অনলাইনকে পল্লবী বলেন,“আমার ফেসবুকে কোনও প্রোফাইলই নেই। পুরোটাই ভুয়ো। বিষয়টা খুবই বিরক্তিকর। এই ছবি পুরোটাই মিথ্যে।”এমনটা শুধু পল্লবীর ক্ষেত্রেই ঘটেনি। আগেও অনেক সিরিয়ালের অভিনেত্রী এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। ‘মিঠাই’ সিরিয়ালের নীপা ওরফে ঐন্দ্রিলা সাহাও কিছু দিন আগে অভিযোগ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন।

একাধিক ভুয়ো প্রোফাইল তৈরি হয়েছিল তাঁর নামে। একাধিক বার এমন সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেককেই। এই অভিযোগ আগেও জানিয়েছিলেন পল্লবী। তবে এখনও সমাধান কিছু হয়নি।এই মুহূর্তে ‘নিমফুলের মধু’ সিরিয়ালে পর্ণা এবং সৃজন জুটির প্রশংসায় অনেকেই। টিআরপি তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছেন তাঁরা। আগামী দিনে পর্ণার জীবনে আর কী কী ঘটনা ঘটতে চলেছে সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন