Yuvaan Chakraborty

Yuvaan: নাম-কীর্তনে মাতোয়ারা রাজ-পুত্র! ধুতি, পাঞ্জাবিতে সেজে দু’হাত তুলে ‘জয় জগন্নাথ’ ধ্বনি

ধুতি-পাঞ্জাবিতে ‘রাজ-পুত্র’ ইউভান। নাম-কীর্তনে কানে যেতেই দুলে উঠেছে তালে তালে। পুজো শেষ হতেই মাটিতে শুয়ে পড়ে প্রণাম একরত্তির!

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২২ ২১:১২
সপরিবার রাজ চক্রবর্তী।

সপরিবার রাজ চক্রবর্তী।

রাজ চক্রবর্তীর বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান। সেই উপলক্ষে মঙ্গলবার কীর্তনের আসর বসেছে। ইস্কনের সদস্যরা এসেছেন কীর্তন শোনাতে। ফুল, চন্দন দিয়ে সুন্দর করে সাজানো জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি। মেঝেতে ঢালাও ফরাস পাতা। সেখানেই বসেছেন আমন্ত্রিতরা। সপরিবারে রাজ ছাড়াও রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বোনপো অনীশ এবং অন্যান্যরাও। সেখানেই মধ্যমণি ‘রাজশ্রী’র একমাত্র সন্তান ইউভান। কীতর্নের তালে হেলেদুলে নাচছে সে! তার পরেই দু’হাত তুলে নিজে থেকেই ‘জয় জগন্নাথ’ ধ্বনি। দেখে চোখ কপালে সবার। সাদা ধুতি-পাঞ্জাবিতে ফুটফুটে ‘রাজ-পুত্র’কে চেনা দায়!

জগন্নাথ দেবের প্রতি চক্রবর্তীর পরিবারের বরাবরই নিঃশর্ত আনুগত্য। সুযোগ পেলেই রাজ সপরিবারে পৌঁছে যান পুরীতে। ২১-এর বিধানসভা নির্বাচনের আগেও আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন সেখানে। জগন্নাথ দেবের স্নানযাত্রার আগেই মুক্তি পেয়েছে ‘হাবজি গাবজি’। মুক্তির পর থেকেই সমস্ত প্রেক্ষাগৃহে ‘হাউসফুল’ বোর্ড ঝুলছে। সেই আনন্দেই কি এই উদ্‌যাপন? আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল রাজের কাছে। বিধায়ক বলেছেন, ‘‘সব সাফল্যই উপরওয়ালার আশীর্বাদে। ঈশ্বরকে সাক্ষী রেখে তাই আমরা উদ্‌যাপনে মেতেছি।’’ ছেলের প্রসঙ্গে প্রচ্ছন্ন গর্বের সুর পরিচালকের কথায়, ‘‘আমরা কেউ কিচ্ছু শিখিয়ে দিইনি ওকে। সব নিজে থেকেই করেছে। পুজো শেষে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণামও সেরেছে। আমাদের স্বপ্ন, এ ভাবেই বেড়ে উঠুক ইউভান।’’

Advertisement
রাজ চক্রবর্তীর বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান।

রাজ চক্রবর্তীর বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রার অনুষ্ঠান।

কখনও স্নানযাত্রা তো কখনও রথযাত্রা কিংবা দোলযাত্রায় চক্রবর্তী বাড়িতে ইস্কনের মহারাজরা আসেন। অনীশ এই ধর্মপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তিনিই প্রতি বার নিয়ে আসেন সবাইকে। রাজের কথায়, অনীশ ঈশ্বরঅন্তপ্রাণ। ভীষণ সুন্দর পুজো করেন। চক্রবর্তী বাড়িতে জগন্নাথ দেবের সমস্ত পুজো নিজেই করেন অনীশ। এ দিনও তার অন্যথা হয়নি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আরও পড়ুন
Advertisement