Yuvaan Chakraborty

Yuvaan: চুলে স্পাইক হাতে ট্রলি ব্যাগ! ইউভান চলল কত দূর...?

ইউভান এখন মস্ত বাবু! নিজের ট্রলি ব্যাগ নিজেই ঠেলতে ঠেলতে পৌঁছে যান বিমানবন্দরে। তার পরেই গোলমাল। কী ঘটাল ‘রাজপুত্র’?

Advertisement
শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:৩২
নিজের ট্রলি ব্যাগ নিজেই ঠেলে নিয়ে যাচ্ছে ‘রাজপুত্র’।

নিজের ট্রলি ব্যাগ নিজেই ঠেলে নিয়ে যাচ্ছে ‘রাজপুত্র’।

জৌলুস বাড়ছেই ইউভান চক্রবর্তীর! কিছু দিন আগে চুলের ছাঁদ বদলে চর্চায় রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে। রথযাত্রার দিন তার দেখা মিলল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। কালো ট্র্যাক শ্যুট-প্যান্টে যথারীতি নায়কোচিত হাবভাব! চুলে স্পাইক। নিজের ট্রলি ব্যাগ নিজেই ঠেলে নিয়ে যাচ্ছে ‘রাজপুত্র’।

গম্ভীর মুখে কিছুক্ষণ ট্রলি ব্যাগ ঠেলেই যদিও ক্ষান্ত দিয়েছে সে। তত ক্ষণে তার নজরে বিমানবন্দরে রাখা মস্ত বড় গাড়ি! ব্যস, ব্যাগ ফেলে সব ভুলে দৌড়। ইউভান পৌঁছে গিয়েছে গাড়ির কাছে। চড়েও বসেছে তাতে। ভাব, এ বার গাড়িটা চললেই হল!

Advertisement

রথযাত্রার দিন রথের রশি না ছুঁয়ে তারকা সন্তানের হাতে ট্রলি ব্যাগ! কেন? আনন্দবাজার অনলাইনকে রাজ জানিয়েছেন, প্রতি বছরের রথে তিনি পুরীতে থাকেন। দু’বছর অতিমারির পর চলতি বছরে ফের জগন্নাথ ধামে মানুষের ঢল। এ দিকে করোনা একেবারে যায়নি। তাই ইউভানের মুখ চেয়েই পুরীর বদলে তাঁদের গন্তব্য আমেরিকা। সেখান থেকে জামাইকা।এ বারের গরমের ছুটি চক্রবর্তী দম্পতি মার্কিন মুলুকে কাটাবেন। রথও টানবেন সেখানেই।

Advertisement
আরও পড়ুন