Tollywood News

এক জন টলিপাড়ার জনপ্রিয় গায়ক, অন্য জন রাজনৈতিক নেত্রী, দুই ভাই-বোনকে চিনতে পারছেন?

ছোটবেলা তাঁদের একসঙ্গে বড় হওয়া। গানের মহড়াও দিতেন একসঙ্গে। বর্তমানে এক জন সফল গায়ক। অন্য জন নেত্রী। জামাইষষ্ঠীর আগে ছোটবেলায় ফিরে গেলেন গায়ক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৫:০৮
can you identify them?

এই দুই খুদেকে চিনতে পারছেন? ছবি: ফেসবুক।

তাঁদের দু’জনের মুখের অদ্ভুত মিল। হাসিও খানিকটা একই রকমের। এক জনের পরনে ফ্লোরাল প্রিন্টের জামা। আর অন্য জন সেই জামা আঁকড়ে বসে আছেন। বুধবার মুহূর্তে ভাইরাল এই ছবি। ছবিতে থাকা দুই খুদেই বর্তমানে জনপ্রিয়। এক জন টলিপাড়ার নামজাদা গায়ক। অন্য জন্য আবার এক রাজনৈতিক দলের মুখ। বুঝতে পারছেন কাদের কথা বলা হচ্ছে? দু’জনে দুই ক্ষেত্রে থাকলেও যেন একসূত্রে বাঁধা।

Advertisement

এক জন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। অন্য জন, দীপ্সিতা ধর। ছাত্র রাজনীতির জনপ্রিয় নেত্রী তিনি। পেশাদার জীবনের পাশাপাশি তাঁদের কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দু’জনেই থাকেন বেলুড়ে। দীপ্সিতা হলেন শোভনের মাসির মেয়ে। বোনের সঙ্গে নিজের ছোটবেলার ছবি পোস্ট করলেন শোভন। ছোটবেলায় ফিরে গেলেন গায়ক।

নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করে শোভন লেখেন, “এই বোনু জামাইষষ্ঠী আসছে, চল দিদির বাড়ি যাই।” জামাইষষ্ঠী মানেই ছেলেমেয়েদের মামারবাড়ি যাওয়ার চল থাকে অনেক বাড়িতেই। কারণ সে দিন বাবাদের আমন্ত্রণ থাকে। সেই কথা মনে করেই সম্ভবত ছেলেবেলায় ফিরে গেলেন শোভন।

ভোটের সময় দীপ্সিতার হয়ে প্রচারেও শামিল হয়েছিলেন শোভন। তাঁর ‘ভোট গান’-এ কণ্ঠ দিয়েছিলেন তিনি। সে সময় অনেকেই ভেবেছিলেন, তবে কি গায়কও রাজনীতিতে নাম লেখালেন? আনন্দবাজার অনলাইকে স্পষ্ট জবাব দেন শিল্পী। তিনি বলেন, ‘‘অকারণে এতে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেকেই জানেন না, দীপ্সিতা আমার ছোট মাসির মেয়ে। আমরা এক পাড়ার বাসিন্দা। বড় হয়েছি একসঙ্গে।’’ তাঁর দাবি, মাসি-মেসো, তাঁরা দুই ভাই-বোন, শোভনের মা-বাবা একসঙ্গে গানের মহড়া দিতেন একটা সময়। অযথা তাঁর গায়ে যাতে রাজনৈতিক রং না লাগে, তার জন্যেই এই পরিচয় তিনি প্রকাশ করেননি কখনও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement