Rafiath Rashid Mithila

Raajhorshee -Mithila: রাজর্ষি দে-র আগামী ছবিতে মিথিলা?

রাজর্ষি মানেই তারকাখচিত ছবি। গুঞ্জন, টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র বেশির ভাগ অভিনেতা এই ছবিতেও অভিনয় করবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২১ ১২:১৪
রাজর্ষি এবং মিথিলা।

রাজর্ষি এবং মিথিলা।

বড় গুঞ্জন। খুব শিগগিরি ভারতের বড় পর্দায় নাকি পা রাখতে চলেছেন রাফিয়াথ রাশিদ মিথিলা। সৌজন্যে রাজর্ষি দে। ২০২০-র নভেম্বরে পরিচালক সত্যজিৎ রায়ের শতবর্ষ উপলক্ষে তৈরি ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুটিং শেষ করেছেন তিনি। খবর সত্যি হলে তাঁর আগামী ছবির বিষয় শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’। সম্ভবত লেডি ম্যাকবেথ রাজর্ষির আগামী ছবিতে বেশি গুরুত্ব পাবে। টলিপাড়া সূত্রে খবর, মিথিলা যে চরিত্রে অভিনয় করছেন সেই চরিত্রে আগে অর্পিতা চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা ছিল।অজ্ঞাত কারণে তিনি সরে যাওয়ায় সেই চরিত্রে সম্ভবত অভিনয় করবেন মিথিলা।

রাজর্ষি মানেই তারকাখচিত ছবি। গুঞ্জন, টিম ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র বেশির ভাগ অভিনেতা এই ছবিতেও অভিনয় করবেন। সেই অনুযায়ী থাকবেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছবির প্রযোজনায় গানবাজনা মিউজিক গ্যারাজ স্টুডিয়ো-র কর্ণধার। প্রসঙ্গত, ২০১৭ সালে শরৎ বোস রোডে এই স্টুডিয়ো প্রতিষ্ঠা করেন দেবদাস এবং রোহিত বন্দ্যোপাধ্যায়। শ্যুটিং কোথায় হবে? গুঞ্জন অনুযায়ী, ছবির বড় অংশের শ্যুটিং হবে কলকাতাতেই।

Advertisement
টলিউডে পা রাখতে চলেছেন মিথিলা?

টলিউডে পা রাখতে চলেছেন মিথিলা?

এই রটনা প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে রাজর্ষি জানিয়েছেন, ‘‘পুরোটাই গুজব। আমি গত বছরের শেষ দিকে ‘আবার কাঞ্চনজঙ্ঘা’-র শ্যুট শেষ করি। চলতি বছরের শুরুতে ছবি মুক্তির কথা ছিল। অতিমারি, লকডাউনের কারণে সেটি পিছিয়ে গিয়েছে। সেই ছবি মুক্তির আগেই নতুন ছবিতে হাত দেওয়ার কথা ভাবছি না।’ পাশাপাশি, মিথিলা নিয়েও কোনও কথা বলেননি পরিচালক।

Advertisement
আরও পড়ুন